বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে বিস্মিত ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:17 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ততা থাকায় বাংলাদেশ সফরে থাকছে না কিউইদের বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটার। নিউজিল্যান্ডের এমন আনকোরা স্কোয়াড দেখে বিষ্মিত হয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার (১০ আগস্ট) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ দলে নিয়মিত ক্রিকেটাররা থাকলেও বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের জন্য কিউইদের ঘোষিত দল দেখে অবাক হয়েছিল সবাই। কেননা এই দুই সিরিজে কিউই দলে নেই কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের মতো তারকারা।

ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কোন ক্রিকেটারকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’

নিউজিল্যান্ড দল যেমনই হোক না কেন ঘরের মাঠে ভালো ফল অর্জন করতে প্রত্যাশী ডমিঙ্গো। ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদের আত্মবিশ্বাস টাইগারদের বেশ খানিকটা এগিয়ে রাখবে বলে জানান তিনি। সম্প্রতি ভালো ক্রিকেট খেললেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলের আরো উন্নতি করতে হবে বলেও জানান এই দক্ষিণ আফ্রিকান কোচ।

তার কথায়, ‘আমরা দেশের মাটিতে ভালো খেলছি। আমরা অনুভব করি নিউজিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো ক্রিকেট খেলি। এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।’

বাংলাদেশ সফরে এসে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর একই ভেন্যুতে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে দল দুটি।