বাংলাদেশের ক্রিকেট

ডমিঙ্গোর সমর্থন পাচ্ছেন ওপেনিংয়ে ব্যর্থ নাইম-সৌম্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:44 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের মতো এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। এত এত সাফল্যের ভীড়ে আড়ালে পড়ে গেছে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে ওপেনাররা ছিলেন চরম ব্যর্থ। দুই ওপেনার নাইম শেখ এবং সৌম্য সরকার এই সিরিজে খারাপ করলেও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে পাশেই পাচ্ছেন।

৫ ম্যাচে প্রত্যেকবারই পাওয়ার প্লে ৬ ওভার পর্যন্ত খেলতেই পারেননি এই দুই ওপেনার। কখনো দলকে ভালো শুরু এনে দেয়ার পরিবর্তে উইকেট দিয়ে ফিরে গেছেন সৌম্য। কখনো তার পথ ধরেই সাজঘরে ফিরে গেছেন নাইমও। এই বাঁহাতি কিছুটা রান করতে পারলেও সৌম্য ছিলেন একেবারেই ব্যর্থ।

অথচ জিম্বাবুয়ে সিরিজে এই সৌম্যই জিতেছিলেন সিরিজ সেরার পুরষ্কার। কিন্তু অজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৫ ম্যাচে মাত্র ২৮ রান। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৬ রানের। অন্যদিকে নাইমের ব্যাট থেকে এসেছিল ৫ ম্যাচে ৯১ রান।

প্রথম টি-টোয়েন্টি তার ২৯ বলে ৩০ রানের ইনিংসটি ছিল ব্যাক্তিগত সর্বোচ্চ। প্রধান কোচ তাই এই ব্যাটসম্যানের পাশেই রয়েছেন, করেছেন প্রশংসাও। চারদিকে সৌম্যর সমালোচনা হলেও ডমিঙ্গো এই বাঁহাতি ব্যাটসম্যানকে সমর্থন দিচ্ছেন।সবাইকে সৌম্যর সমালোচনা থেকে সংযত থাকারও অনুরোধ তার।

ডমিঙ্গো বলেন, 'নাইম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে? আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। হ্যাজলউড, স্টার্ক বিশ্বের সেরা বোলার। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন।'

তিনি আরো বলেন, 'তারা তাদের সেরাটা চেষ্টা করছে। দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে ম্যান অব দ্যা সিরিজ ছিল। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।'