দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

রানে ভরা উইকেট চান ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের উইকেট থেকে রান তুলতে গিয়ে নাভিশ্বাস উঠেছে ব্যাটসম্যানদের। পুরো সিরিজে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র দুজন ব্যাটসম্যান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলীয় সর্বোচ্চ ১৩১ রান করেছিল বাংলাদেশ দল।

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেখানে ভালো উইকেট চান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের এই প্রধান কোচ জানিয়েছে, সিম মুভমেন্ট আছে এমন উইকেট না পেলেও বাটসম্যানদের জন্য ব্যাটিং বান্ধব উইকেট চান তিনি।   

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আপনি কোন উইকেটে খেলছেন তার ওপর রান নির্ভর করে। জিম্বাবুয়েতে ২০০ রান তাড়া করাও কঠিন নয়। জানি বড় রান করতে হবে, কিন্তু সেটা ভালো উইকেটে। নিউজিল্যান্ড সিরিজে ভালো উইকেট প্রত্যাশা করছি। সিম মুভমেন্ট আছে এমন উইকেট এখানে পাব না জানি। ব্যাটসম্যানদের জন্য রানবান্ধব উইকেট চাই।’

অস্ট্রেলিয়ার সিরিজের উইকেট নিয়ে খানিকটা অসন্তুষ্ট ডমিঙ্গো। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো উইকেট চান তিনি। যদিও বাংলাদেশের এই প্রধান কোচ এটা বিশ্বাস করেন যে বর্তমান সময়ে উইকেট ভালো রাখা খানিকটা কঠিন ।

কারণ চলমান সময়ে তেমন রোদে নেই। যে কারণে উইকেট পর্যাপ্ত শুকানোর সুযাগ পাচ্ছে না। আর্দ্রতার কারণে উইকেট খানিকটা ধীরগতির থাকায় ব্যাটসম্যানদের জন্য রান তোলা কঠিন হয়। তবুও ভালো উইকেটর আশা ছাড়ছেন না তিনি। 

ডমিঙ্গো বলেন, ‘আমি মাঠকর্মী নই। আমি মাঠ প্রস্তুত করতে পারব না, এটা আমার কাজ না। আমি আশা রাখতে পারি ভালো উইকেটের। আবহাওয়ার এই অবস্থায় উইকেট ভালো রাখা কঠিন হয়ে যায়। তেমন রোদ নেই, উইকেট শুকনো রাখা যাচ্ছে না। আর্দ্রতার কারণে বছরের এই সময়টায় উইকেট ধীরই থাকবে। আমিও চাই ভালো উইকেট হোক। কিন্তু এটা কঠিন।’