ভারত-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হলো পোপকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:39 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে। এই টেস্টে খেলা হচ্ছে না ইংলিশ ব্যাটসম্যান অলি পোপের। এর ফলে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

এর আগে ট্রেন্টব্রিজেও ইংল্যান্ডের প্রথম টেস্টে খেলা হয়নি পোপের। সেই ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল। টেস্ট স্কোয়াডের বাইরে থাকায় সারের হয়ে রয়্যাল লন্ডন কাপে ডার্বিশায়ারের বিপক্ষে খেলতে দেখা যাবে পোপকে।

ঊরুর চোটের কারণে গত ২ জুলাই থেকেই মাঠের বাইরে পোপ। তিনি ভাইটালিটি ব্লাস্টে সর্বশেষ কেন্টের বিপক্ষে খেলেছিলেন। এরপর প্রথম টেস্টে খেলার জন্য নিজেকে ফিট করছিলেন তিনি।

যদিও ভারতের বিপক্ষে সেই ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়েছে পোপকে। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলেছিলেন পোপ।

সেই সিরিজে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাট হাতে ২২, ২০*, ১৯ ও ২৩ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৮ সালে এই ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল পোপের।

এরপর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছিলেন তিনি। আর তার হাফ সেঞ্চুরি হয়েছে ৫টি।