ইংল্যান্ডের ক্রিকেট

আপাতত অ্যাশেজেই চোখ ব্রডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে চলমান ভারতের বিপক্ষে সিরিজ থেকেই ছিটকে গেছেন স্টুয়ার্ট ব্রড। ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ টেস্টগুলোতে খেলতে না পারায় আপাতত আগামী অ্যাশেজ সিরিজে চোখ রাখছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের এই মর্যাদাপূর্ণ লড়াই দিয়েই মাঠে ফিরতে আশাবাদী এই ইংলিশ পেসার।

মঙ্গলবার (১০ আগস্ট) অনুশীলনের সময় ডান পাশের মাংসপেশিতে ব্যাথা অনুভব করেন ব্রড। এরপর এমআরআই স্ক্যান করানো হলে জানা যায় গ্রেড-৩ এর চোটে পড়েছেন তিনি। এতে করে বিরাট কোহলির দলের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে যান ৩৫ বছর বয়সী ব্রড।

বৃহস্পতিবার (১২ আগস্ট) লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড-ভারত। এই ম্যাচের আগে পাওয়া চোট দর্শক বানিয়ে দিয়েছে ব্রডকে। তাই আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজই মূল ভাবনা ব্রডের।

ইন্সটাগ্রামে এই ডানহাতি পেসার লিখেছেন, ‘সিটিস্ক্যান বলছে গ্রেড-৩ এর চোটে পড়েছি। এর অর্থ পুরো ভারত সিরিজ মিস করতে যাচ্ছি। তাই আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে সিরিজে দৃষ্টি রাখছি।’

নটিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে ১ উইকেট পেয়েছিলেন ব্রড। লর্ডস টেস্টে ইংলিশদের হয়ে সাদা পোশাকে ১৫০তম ম্যাচে মাঠে নামার মাইলফলকের সামনে ছিলেন। যদিও চোট সেই মাইলফলক স্পর্শ করার অপেক্ষা বাড়াল।

এদিকে হাটুর চোটে লর্ডস টেস্ট থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসনও। বেন স্টোকস ও জফরা আর্চারদের অনুপস্থিতিতে এই দুই পেসারের ছিটকে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছে ইংল্যান্ড। পেস আক্রমণের শূন্যতা পূরণে তরুণ সাকিব মাহমুদকে ভারত সিরিজের বাকি টেস্টগুলোর জন্য দলে ডেকেছে স্বাগতিকরা।