বিশ্ব ক্রিকেট

ইনজামামের কাঠগড়ায় আইসিসি, 'তারা কি ঘুমিয়ে আছে?'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:33 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সব ক্রিকেটারকে বাইরে রেখে বাংলাদেশ এবং পাকিস্তান সফরের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই ধরণের দল ঘোষনা করায় বাংলাদেশের কেউ সোচ্চার না হলেও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইনজামামুল হক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মূলত ধুয়ে দিয়েছেন আইসিসিকে। ক্রিকেটের স‍‍র্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তদারকীর অভাবেই এসব ঘটছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বিশ্বকাপ,আইপিএল এবং ভারত সফরে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা খেলতে পারে কিন্তু তারা পাকিস্তান সফরে যেতে পারেন না, এটা কোন ভাবেই মানতে পারছেন না ইনজামাম। তিনি মনে করেন, পাকিস্তানকে হেলাফেলা করছে নিউজিল্যান্ড। পাকিস্তানের এই সাবেকের অভিযোগ বাংলাদেশের জন্যও প্রযোজ্য।

মূল দলের সঙ্গে না খেলতে পারায় পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি যথাযথ হচ্ছে না। আর এসবের জন্য আইসিসির দায় দেখছেন তিনি। আইসিসিকে দাড় করিয়েছেন কাঠগড়ায়। ইনজাম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রশ্ন ছুড়েছেন আইসিসি কি করছে? তারা কি ঘুমিয়ে আছে? তারা কি বা‍র্তা দিতে চাচ্ছে?

ইনজামাম বলেন, 'আমার মনে হচ্ছে, মূল ক্রিকেটারদের সঙ্গে খেলতে না পারায় পাকিস্তান দলের অনুশীলন ঠিকমতো হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি সুযোগ ছিল, বৃষ্টির জন্য খেলতেই পারলাম না আমরা। অন্য দলগুলি কি আমাদেরকে ‘বি’ দল মনে করে নাকি খেলতেই চায় না? আইসিসি কি করছে? তারা কি ঘুমিয়ে আছে? তারা কি বার্তা দিতে চাচ্ছে?'

তিনি আরো বলেন, 'ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে গুরুত্ব দিচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটকে নয়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটা অপমানজনক। পুরো ব্যাপারটি দেখলে বুঝবেন, কেবল পাকিস্তানের সঙ্গেই এরকম হচ্ছে। তারা কি পাকিস্তানকে অপমান করতে চেষ্টা করছে? বুঝতেই পারছি না। আমাদের পুরো প্রস্তুতি নির্ভর করছে জিম্বাবুয়ে, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ওপর।'

শুধু নিউজিল্যান্ড নয় বাকি দলগুলোর ওপরও ক্ষোভ ঝেড়েছেন ইনজামাম। এর আগে এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সে সময় আইপিএলের প্রথম অংশ অনুষ্ঠিত হওয়ায় প্রোটিয়া বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পাকিস্তান সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন। ইংল্যান্ড সফরে যদিও করোনার কারণে কম শক্তিশালী একটি দলের সঙ্গে খেলেছে পাকিস্তান।

এ প্রসঙ্গে ইনজামাম বলেন, 'পাকিস্তান দল যেখানেই যাচ্ছে, মূল ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না। আমি এটা বুঝতেই পারছি না। এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় গেলাম আমরা, তাদের ক্রিকেটারদের তারা আইপিএলে পাঠিয়ে দিল। সামনে নিউজিল্যান্ড আসছে পাকিস্তানে, তাদের ৮ ক্রিকেটারকে তারা পাঠিয়ে দিচ্ছে আইপিএলে। আমার কাছে তো বিস্ময়কর লাগছে। এমনকি ইংল্যান্ড সফরেও, কোভিডের কারণে পুরো ইংল্যান্ড দলই বদলে গিয়েছিল।'