ইংল্যান্ড-ভারত সিরিজ

১৪ বছর পর ব্রড-অ্যান্ডারসনকে ছাড়া খেলতে নামবে ইংল্যান্ড!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ১০ আগস্ট জানা গিয়েছিল কাফ ইনুজুরিতে পরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন স্টুয়ার্ট ব্রড। একদিন পেরুতে না পেরুতেই এবার শোনা গেল ইনুজরি সমস্যায় ভুগছেন জেমস অ্যান্ডারসনও।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে দীর্ঘ ১৪ বছর পর এই দুই অভিজ্ঞ পেসারকে ছাড়া খেলতে নামবে ইংল্যান্ড। সর্বশেষ এই দুজনকে ছাড়া ইংল্যান্ড টেস্ট খেলেছিল ২০০৭ সালে।

জানা গেছে 'কোয়ার্ড ইনজুরি'তে ভুগছেন অ্যান্ডারসন। টিম ম্যানেজমেন্ট চাইলে ঝুঁকি নিয়ে তাকে খেলাতেই পারে। কিন্তু তা করবে না তারা। বরং অ্যান্ডারসনকে বিশ্রাম দেয়ার পক্ষেই টিম ম্যানেজমেন্ট।

কেননা গত ২০১৯ সালে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইনজুরির ঝুঁকি নিয়ে খেলেছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু পরে দেখা যায় তিনি ৪ ওভারের বেশি একটি ওভারও আর বল করতে পারেননি।

তাই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টের আগে অ্যান্ডারসনকে খেলানোর ঝুঁকি নেবে না ইংল্যান্ড। এমনিতেই ইনজুরি সমস্যায় জর্জরিত দলটি। ইনুজুরির কারণে নেই জফরা আর্চার।

গোড়ালির চোট ছিটকে দিয়েছে ক্রিস ওকসকে। কোমড়ে ফ্রাক্চার হওয়ায় নেই ওলি স্টোন। আর বেন স্টোকস তো মানসিক সুরক্ষার জন্য অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন।