ভারত-ইংল্যান্ড সিরিজ

অশ্বিনে শক্তি বাড়বে ভারতের: লক্ষ্মণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:23 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হলেও শেষ পর্যন্ত এগিয়েছিল ভারত। সেই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে ভারতীয় বোলাররা। বিশেষ করে তরুণ শার্দুল ঠাকুর উভয় ইনিংসেই শিকার করেছেন সমান দুটি করে উইকেট।

যদিও ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। নটিংহাম টেস্টে ভারতীয়দের বোলিং আক্রমণে দাপট ছিল পেসারদের। দুই ইনিংস মিলিয়ে ইংলিশদের বিশ উইকেটের সবগুলোই শিকার করেছে চার পেসার। যেখানে একমাত্র স্পিনার রবিন্দ্র জাদেজা ছিলেন উইকেট শূন্য।

পেসারদের এমন পারফরম্যান্সের পরও দ্বিতীয় টেস্টে শার্দুলের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

অশ্বিনের দলে ফেরা প্রসঙ্গে লক্ষণ বলেন, ‘আমর আশা করি তারা অশ্বিনকে একাদশে খেলাবে। কারণ আমি আগেই বলেছি, সে যেকোনো কন্ডিশনে অসাধারণ বোলার। শুধু স্পিনিং উইকেটেই না, ভিন্ন কন্ডিশনেও সে অসাধারণ।’

সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে চার শতাধিক উইকেট শিকার করেছেন অশ্বিন। তার মতো অভিজ্ঞ একজন বোলার দলের বোলিং ইউনিটের শক্তি বাড়াবে। লক্ষ্মনের মতে তিনি যেকোনো উইকেটের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন এই ভারতীয় স্পিনার।

অশ্বিনের প্রশংসা করে লক্ষ্মন বলেন, ‘সে একজন অভিজ্ঞ বোলার যার টেস্টে ৪০০ এর বেশি উইকেট আছে। এমন একজন বোলার নিশ্চয় জানেন, ভিন্ন কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে হয়। তাই সে দলের বোলিংয়ে বৈচিত্র আনবে এবং শক্তি বাড়াবে।’