প্লেয়ার অব দ্য মান্থ

আইসিসির জুলাইয়ের সেরা সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:18 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। তবে তাঁদেরকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাসের সেরা ক্রিকেটার হলেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে দলের জয়ে দারুণভাবে অবদান রেখেছিলেন এই টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি উজ্জ্বল ছিলেন সাকিব। যেখান একমাত্র টেস্টে ৫ উইকেটের পাশপাশি ওয়ানডে সিরিজে নিয়েছেন ৮ টি উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে দলের বিপর্যয়ের মুখে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন সাকিব। জিম্বাবুয়ে সফরে এমন পারফরম্যান্সের সুবাদেই জুলাইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। আইসিসির মাসের সেরা সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত এই টাইগার অলরাউন্ডার।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি ও সন্তুষ্টি পাই যখন দলের জয়ে অবদান রকাহতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।’

এদিকে সাকিবের সঙ্গে জুলাই মাসের সেরা হওয়ার দৌঁড়ে থাকা মার্শও ছিলেন ব্যাটে-বলে দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে ব্যাট করতে নেমে ৪৩.৮০ গড়ে করেছেন ২১৯ রান। এ ছাড়া বল হাতে ৬.৭৬ ইকনোমি রেটে নিয়েছেন ৮টি উইকেট। 

এই দুই ক্রিকেটারের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন এই স্পিনার। ওয়ানডেতে ৭ উইকেট নেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট। দুই সিরিজেই সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। 

নারী ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন স্টেফেন টেলর। যেখানে চার ওয়ানডেতে ৭৯.১৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন তিনি। এ ছাড়া তিনটি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে চারটি উইকেট পেয়েছেন এই ক্যারিবীয় নারী ক্রিকেটার।