আইসিসি র‍্যাঙ্কিং

আবারও শীর্ষে সাকিব, সেরা দশে মুস্তাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:25 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। তিনি অস্ট্রেলয়া সিরিজ থেকে ৩৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সাকিব ৭ উইকেট নেয়ার পাশাপাশি ১১৪ রান করেছেন তিনি। 

এ ছাড়া সিরিজের শেষ ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেয়ার মাইলফলক অর্জন করেছেন তিনি।

সেই সঙ্গে একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট নেয়ার অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এবার র‍্যাঙ্কিংয়েও এর সুখবর পেলেন তিনি।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছেন সাকিব। র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমানও।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন এই টাইগার পেসার। র‍্যাঙ্কিংয়ে এই কাটার মাস্টারের অবস্থান এখন ১০ নম্বরে। অজিদের বিপক্ষে এই পেসার ৭টি উইকেট নিয়েছেন।

এদিকে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। তিনি সদ্য সমাপ্ত নটিংহাম টেস্টে ৯ উইকেট দখল করেছেন। 

এরপর র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন রয়েছেন ৭ নম্বরে। আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৮ নম্বরে। আর অজি পেসার মিচেল স্টার্কের অবস্থান ১০ নম্বরে।