ইংল্যান্ড - ভারত সিরিজ

লর্ডসে দ্যা হান্ড্রেডের ফর্ম ধরে রাখবেন মঈন, বিশ্বাস রুটের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:37 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে ক্রিস ওকস এবং ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেয়ায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না বেন স্টোকস। দলের অলরাউন্ডারের ঘাটতি পূরণে দ্য হান্ড্রেডে দারুণ পারফর্ম করা মঈন আলীকে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করেছে ইংল্যান্ড। দ্য হান্ড্রেডের মতো লর্ডস টেস্টেও মঈন পারফর্ম করবেন বলে বিশ্বাস করেন জো রুট। 

আগামী ১২ আগস্ট মাঠে গড়াবে লর্ডস টেস্ট।এই ম্যাচে খেলার সুযোগ পেলে গত ফেব্রুয়ারির পরে সাদা পোশাকে ইংল্যান্ডের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি। তাঁর দলে থাকাটাও খানিকটা নিশ্চিতই বলা চলে। লর্ডস টেস্ট শুরুর একদিন আগে মঈনের দলে থাকার ইঙ্গিত দিয়েছেন রুট। 

এদিকে চলতি সপ্তাহে দ্য হান্ড্রেডে ৫৪ বলে ১০৮ রানের ইনিংস খেলায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার। সেই আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে মঈনকে অনেকটা এগিয়ে রাখবে বলে বিশ্বাস করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। সেই সঙ্গে রুট জানিয়েছেন, মঈন টেস্ট খেলতে নামলে সে খুবই খুশি হবেন।

এ প্রসঙ্গে রুট বলেন, ‘সে যদি খেলে তাহলে আমি ওকে অনেক বড় দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। সে সত্যিই দারুণভাবে সেগুলো করে দেখাতে পারে। বিরাট ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় ড্রেসিংরুমে নেতৃত্ব দেওয়ার গুনও রয়েছে ওর। কেননা ড্রেসিংরুম ও মাঠে সে তার প্রতি সবাইকে আকৃষ্ট করতে পারে।’

এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করেছি এবং আমি সবসময় মঈনের অনেক বড় শুভাকাঙ্খী ছিলাম। আমার মনে হয় এই ফরম্যাটে (টেস্ট) সে অসাধারণ একজন ক্রিকেটার। আমি নিশ্চিত ম্যাচে সুযোগ পেলে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ওর পুনরায় মাঠে নামাটা আমাকে সত্যিই আমাকে আনন্দিত করবে।’

গেল ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে এই ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন মঈন। সেই টেস্টে বল হাতে ৮ উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি অফস্পিনার। যদিও ইংল্যান্ডের রোটেশন পলিসির কারণে সেই টেস্টে শেষেই দেশে ফিরতে হয়েছিল তাকে। এদিকে ঘরের মাঠে সর্বশেষ ৭টি টেস্টে ৩১টি উইকেট নিয়েছেন মঈন।