ইংল্যান্ড - ভারত সিরিজ

বুমরাহর প্রশংসা করতেই হবে, দাবি বেয়ারস্টোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নটিংহ্যাম টেস্টে গতি আর সুইং দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একাই নাস্তানাবুদ করেছিলেন জসপ্রিত বুমরাহ। সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়ে ভারতের জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর জনি বেয়ারস্টো, বুমরাহ একজন বিশ্বমানের বোলার।

ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে মাঠে নামার আগের তিন টেস্টে বল হাতে নিষ্প্রভ ছিলেন বুমরাহ। গত জুনে অনুষ্ঠেয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন ধারহীন। যে কারণে কিউইদের বিপক্ষে তার একাদশে থাকা নিয়েও অধিনায়ক বিরাট কোহলির দিকে প্রশ্ন ছুঁড়েছিলেন অনেকে।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই জ্বলে ওঠেন এই ভারতীয় পেসার। ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ৪ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে রীতিমতো ধসিয়ে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে সুবিধাজনক অবস্থানে থাকলেও বৃষ্টির কারণে স্বাগতিকদের সঙ্গে বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

সেই ম্যাচে বুমরাহ’র এমন পারফরম্যান্সে মুগ্ধ বেয়ারস্টো। তিনি বলেন,’বল হাতে বুমরাহ’র অবিশ্বাস্য কিছু দক্ষতা রয়েছে। সে বিশ্বমানের বোলার। সাদা বলের ক্রিকেটে আমরা তাকে আইপিএল এবং ভারতের হয়ে দারুণ বল করতে দেখি। বর্তমানে আমরা তাকে লাল বলের ম্যাচেও ভাল পারফর্ম করতে দেখছি।’

এই ইংলিশ উইকেরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, ‘প্রথম টেস্টে আমরা যদি তার বোলিং পর্যালোচনা করি, তাহলে দেখবো যে ইন সুইং ও আউট সুইং করতে গিয়ে সে তার বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনেছে। এমনটা করতে মাঝে মাঝে সে ক্রিজে বল আলাদা জায়গায় ফেলে। অন্যদের চাইতে তার রান-আপ ও বোলিং অ্যাকশনেও কিছুটা ভিন্নতা রয়েছে।’

বিদেশের আলাদা কন্ডিশনে ভালো পারফর্ম করা যেকোনো বোলারদের জন্য বেশ দুরূহ। সেই প্রতিবন্ধকতা জয় করে ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে সাফল্য পেয়েছেন বুমরাহ। প্রতিপক্ষ দলের ক্রিকেটার হলেও তাই বুমরাহ বন্দনায় মাতেন বেয়ারস্টো।

তার কথায়, ‘আমার যদি ভুল না হয়...যথাসম্ভব বুমরাহ বিদেশে ২০টি (২১) টেস্ট খেলেছে যার মধ্যে ইংল্যান্ডেই ৬টি (৫টি)। কিছু মুহূর্তে বোলারদের ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। নতুন কন্ডিশনে তারা মানিয়ে নিয়ে তারা প্রত্যাশার চাইতেও ভালো কিছু করে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই বুমরাহ’র প্রশংসা করতে হবে।’