অ্যাশেজ সিরিজ

অ্যাশেজে পরিবারসহ ক্রিকেটার পাঠানোর ব্যবস্থা করছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ডিসেম্বরে মর্যাদার অ্যাশেজ সিরিজের লড়াইয়ে নামার কথা রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। যা চলবে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত। বেশ কদিন আগে গুঞ্জন উঠেছিল অন্যান্য সময় পরিবার নিয়ে সফর করতে পারলেও এবারের অ্যাশেজে পরিবার নিয়ে যেতে পারছে না ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

এদিকে সম্প্রতি মাইকেল ভন দাবি করেছিলেন, অস্ট্রেলিয়া সরকার ইংলিশ ক্রিকেটারদের পরিবার সঙ্গে না নিতে দিলে স্থগিত হতে পারে এবারের আসর। যদিও অ্যান্ড্রু স্ট্রুস জানিয়েছেন, স্থগিত হচ্ছে না এবারের অ্যাশেজ। বরং পরিবারসহ ক্রিকেটার পাঠানোর ব্যবস্থা করছে ইংল্যান্ড। 

করোনার কারণে অস্ট্রেলিয়ার পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। যে কারণে পরিবারসহ ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়পত্র দিতে আগ্রহ দেখাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাতেই অ্যাশেজ নিয়ে বিপত্তি ঘটেছে।করোনাকালীন অস্ট্রেলিয়ার কঠোর বিধিনিষেধের কারণে দেশটির সরকার অনুমতি না দিলে পরিবারের সঙ্গে এবারের বড়দিন পালন করা হচ্ছে না জো রুটদের।

প্রায় চার মাস জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া সফরে পরিবার ছাড়া যেতে নারাজ ইংলিশ ক্রিকেটাররা।এই চার মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে অ্যাশেজের এবারের আসর। পরিবারসহ ক্রিকেটার পাঠাতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এদিকে অ্যাশেজ স্থগিত গতে দিতে চান না স্ট্রুস।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক আরও জানিয়েছেন, পরিবার নেয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে চান। স্ট্রুস বলেন, ‘না, আমি চাই না অ্যাশেজ স্থগিত হোক। আমি এটা নিশ্চিত করতে চাই যে ক্রিকেটাররা সেখানে পরিবার নিয়ে যাবে।’