ইংল্যান্ড - ভারত সিরিজ

ইনজুরিতে ব্রড, লর্ডস টেস্টে খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১২ আগস্ট লর্ডসে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। লর্ডসে খেলতে নামার দুদিন আগে ইনজুরিতে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। যে কারণে দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অভিজ্ঞ এই পেসারের। 

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে মঙ্গলবার (১০ আগস্ট) নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নামে ইংল্যান্ড। যেখানে অনুশীলন করতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন বলে দাবি করেছে ক্রিকইনফো।

এদিকে দ্য গার্ডিয়ানের দাবি, অনুশীলনের আগে ওয়ার্মআপ জগিংয়ের সময় পা পিছলে যাওয়ায় ব্রডের ডান পায়ের গোড়ালিতে মোচড় লেগেছে। ধারণা করা হচ্ছে, বুধবার ব্রডের চোটের জায়গায় স্ক্যান করানো হবে।

স্ক্যান রিপোর্ট হাতে আসার পর চোটের অবস্থা বিবেচনা করে ব্রডের খেলা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই জোফরা আর্চার ও ক্রিস ওকস। 

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেয়ায় ভারতের বিপক্ষে খেলছেন না অলরাউন্ডার বেন স্টোকস। ইনজুরির কারণে ব্রড না খেলতে পারলে বড়সড় ধাক্কা লাগবে ইংল্যান্ড শিবিরে। 

এদিকে ওকস ও স্টোকসের অভাব পূরণ করতে দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে মঈন আলীকে। গত ২৩ মাসে মাত্র একটি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

মঈন চলতি বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। সেই টেস্টে বল হাতে ৮ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও ইংল্যান্ডের রোটেশন পলিসির কারণে সেই টেস্টে শেষেই দেশে ফিরতে হয়েছিল তাকে।