বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই: নান্নু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 মঙ্গলবার, 10 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া। সোমবারই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া কোনো ক্রিকেটারই বাংলাদেশে আসবেন না। যদিও নিউজিল্যান্ডের এই দলটাকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গনমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, 'তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ওরা কাকে পাঠাচ্ছে এটা দেখার বিষয় নয়। আমরা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে উপস্থাপন করছি এটাই গুরুত্বপূর্ণ। নামটা কিন্তু নিউজিল্যান্ড, জাতীয় দলই আসছে। আমাদের সেরা খেলাটা খেলতে চাই।'

পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের জন্য টম লাথামকে অধিনায়ক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সফরের পরই কিউইরা যাবে পাকিস্তান। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লকি ফার্গুসনরা সেই সময় আইপিএলে নিজেদের দলের সঙ্গে যোগ দেবেন। এ কারণে বাংলাদেশে আসছেন না কেন উইলিয়ামসন ও জিমি নিশামও। নান্নু মনে করেন কে আসছে কে আসছে না এটা দেখার বিষয় নয়। যেহেতু তাদের জাতীয় দল আসছে তাই তাদের খাটো করে দেখার সুযোগ নেই।

নান্নু বলেন, 'কে আসছে কে আসছে না এটা দেখার বিষয় নয়। এই দলে যারা আছে তারাও অনেক অভিজ্ঞ। অনেক খেলোয়াড়ের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং খাটো করে দেখার কোনো সুযোগ নেই।'