বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সাকিব ও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ বেভান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:16 মঙ্গলবার, 10 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টাইগারদের এমন পারফরম্যান্সে বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন।

এবার বাংলাদেশের পারফরম্যান্সকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার মনে করেন এই সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হতবাক করে দিয়েছে।

বেভান তার ফেসবুক পেজে লিখেছেন, 'বাংলাদেশের জন্য দারুণ একটি সিরিজ হয়েছে। তারা অজিদের হতবাক করে দিয়েছে। আমি এখনও বুঝে উঠতে পারছি না অজিদের পারফরম্যান্স নিয়ে কি বলবো। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে সফলভাবে নিজেদের সুবিধা কাজে লাগানোর জন্য।'

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে এমন হার অস্ট্রেলিয়া দলের জন্য বড় একটি বার্তা বলেও মনে করেন বেভান। তিনি মনে করেন নির্বাচকদের এ নিয়ে ভাবতে হবে। তার ভাষ্য, 'সামনে এগোতে হলে অস্ট্রেলিয়ার নির্বাচকদের বেশকিছু ব্যাপার নিয়ে ভাবতে হবে।'

অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৬২ রানে অল আউট করে দিয়েছে। এর ফলে সীমিত ওভারের ক্রিকেট সর্বনিম্ন সংগ্রহের ইতিহাস গড়েছে দলটি। অজিদের ৬০ রানে হারানোর ম্যাচে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান।

এ ছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের মালিক হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর এই টাইগার তারকাকেও প্রশংসায় ভাসিয়েছেন বেভান।

সাবেক এই অজি ব্যাটসম্যান বলেন, 'সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছে এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে দারুণ পারফরম্যান্স করে।'