আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

পাকিস্তান সিরিজে আফগানিস্তানের লঙ্কান ব্যাটিং কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:13 মঙ্গলবার, 10 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সিরিজকে সামনে রেখে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নাম প্রকাশ না করলেও দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডক্টর হামিদ শেনওয়ারি জানিয়েছেন, নবনিযুক্ত এই ব্যাটিং কোচ শ্রীলঙ্কান।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। যেখানে দলটির সঙ্গে যোগ দেবেন নতুন ব্যাটিং কোচ। এরপর অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরসরি গ্রুপ-২ এ খেলবে আফগানিস্তান।

নতুন ব্যাটিং কোচ নিয়োগ প্রসঙ্গে ডক্টর হামিদ বলেন, ‘আমাদের প্রধান কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুসনার, ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন আয়ারল্যান্ড অলরাউন্ডার জন মুনি। আমরা একজন শ্রীলঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ করছি।’

আগেই জানা গিয়েছিল ব্যাটিং কোচ হিসেবে এসিবির পছন্দের তালিকায় আছে লঙ্কান হাসান তিলাকরত্মে। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ। তার সাথে লম্বা সময়ের জন্যই চুক্তিবদ্ধ হতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড।

হাসান শ্রীলঙ্কা জাতীয় দলকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৬ এর বিশ্বকাপ জয়ী দলেরও অন্যতম সদস্য ছিলান। ১৯৮৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি খেলেছেন লঙ্কান জাতীয় দলে।

বর্তমানে তিনি লঙ্কান নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৭ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের খন্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লঙ্কান অনুর্ধ-১৯ ও লঙ্কান প্রিমিয়ার লিগে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।