ইংল্যান্ড-ভারত সিরিজ

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:16 মঙ্গলবার, 10 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ডাক পেয়েছেন মঈন আলী। মঙ্গলবারই ইংল্যান্ড দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।
 
চোটের কারণে ভারত সিরিজে নেই অলরাউন্ডার ক্রিস ওকস। আর বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে। এই দুই অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতেই যোগ করা হয়েছে মঈনকে।
 
গত ২৩ মাসে মাত্র একটি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার। যদিও সাদা বলের ক্রিকেট বেশ নিয়মিতই তিনি। দ্য হান্ড্রেডে মাত্র ২৩ বলে সোমবার বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
 
মঈন চলতি বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। সেই টেস্টে বল হাতে ৮ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও ইংল্যান্ডের রোটেশন পলিসির কারণে সেই টেস্টে শেষেই দেশে ফিরতে হয়েছিল তাকে।
 
এর ফলে ধরে নেয়াই যায় লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে সাদা পোশাকে আবারও মাঠে নামবেন মঈন। এর ফলে ২০১৯ অ্যাশেজের পর এবারই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলবেন এই অলরাউন্ডার।
 
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ডাক পেলে খেলতে প্রস্তুত তিনি। মঈন বলেছিলেন, 'দলে ডাক পাওয়া এবং সর্বোচ্চ পর্যায়ে ইংল্যান্ডের হয়ে খেলা অবশ্যই অনেক বড় ব্যাপার। যদি আমি ডাক পাই আমি খেলবো।'
 
ইংল্যান্ড স্কোয়াড- ডম সিবলি, হাসিব হামিদ, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, ররি বার্নস, জ্যাক ক্রলি, ড্যান লরেন্স, মঈন আলী, স্যাম কারান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার (উইকেটরক্ষক), ক্রেইগ ওভারটন, ডম বেস, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, মার্ক উড ও স্টুয়ার্ট ব্রড।