বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বড় দলগুলোর সঙ্গে খেললে বাড়তি অনুপ্রেরণা কাজ করে: সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:41 সোমবার, 09 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬২ রানে হারিয়ে ৪-১ ব্যাবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজের সেরা খেলোয়াড় হওয়া সাকিব আল হাসাব জানালেন, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর সঙ্গে খেললে বাড়তি অনুপ্রেরণা পায় দল।

প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথম তিন টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। অজিদের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে সাকিব-রিয়াদদের একমাত্র হার চতুর্থ টি-টোয়েন্টিতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর সাকিব বলেন, ‘বাড়তি অনুপ্রেরণা থাকে যখন বড় বড় দলগুলির সঙ্গে খেলা হয়। সাধারণত যারা আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি অনুপ্রেরণা তো থাকেই।’

জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভালো সিরিজ গিয়েছে এবং সবাই খুব মোটিভেটেড ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে।’

‘যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনও সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।’- তিনি আরও যোগ করেন।