Connect with us

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

তামিম-মুশফিককে ছাড়া সিরিজ জয় অনুপ্রেরণা দেবে: সাকিব


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তামিম ইকবাল খেলননি ইনজুরি থেকে সেরে উঠতে বিশ্রামে থাকায়। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেরিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা।

যথারীতি এই সিরিজেও ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই সমান অবদান রেখেছেন সাকিব আল হাসান। সিরিজ সেরা পুরষ্কার গ্রহণের পর সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করেন, তামিম-মুশফিককে ছাড়া সিরিজ জয় বেশ অনুপ্রেরণা দেবে পুরো দলকে।

একই সঙ্গে তিনি আরো মনে করেন, এই দুই ক্রিকেটার দলে ফিরলে বর্তমান বাংলাদেশ দলের শক্তি আরো অনেকটাই বেড়ে যাবে, দলের মধ্যেও একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। যা কিনা ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অবশ্যই এটা আমাদের বড় একটা প্লাস পয়েন্ট যে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার ছাড়াও আমরা সিরিজটি জিততে পেরেছি। এটি আমাদের আরও বেশি অনুপ্রেরণা দেবে। তারা যখন ফিরে আসবে দলে। তখন এই দলের স্ট্রেন্থ আরও অনেক বেড়ে যাবে।

তিনি আরো বলেন, 'স্বাভাবিকভাবেই এটা আমাদেরকে অনেক বেশি প্রতিযোগিতামূলক করে তুলবে দলের ভেতরে। যে হেলদি কম্পিটিশন দরকার একটা বড় দল হয়ে ওঠার জন্য, সেটা আমার মনে হয় এখন থেকে শুরু হবে।'

অস্ট্রেলিয়া সিরিজের পর অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। এ মাসেই (২৪ আগস্ট) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগ মুহুর্তে কিউদের বিপক্ষে এই সিরিজটিই নিঃসন্দেহেই জয়ের উদ্দেশ্যেই খেলবে টাইগাররা।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন