আফগানিস্তান ক্রিকেট

আফগানিস্তানের বোলিং কোচ শন টেইট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:41 সোমবার, 09 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নতুন বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও চুক্তির সময়কাল জানায়নি তাঁরা। 

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। যেখানে দলটির বোলিং কোচ হিসেবে যোগ দেবেন এই অজি তারকা। এরপর অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরসরি গ্রুপ-২ এ খেলবে আফগানিস্তান।

বিশ্বকাপেও তাঁদের বোলিং কোচের দায়িত্বে থাকবেন টেইট। এদিকে ক্রিকেট ক্যারিয়ারে গতি আর সুইংয়ের জন্য বেশ সুমান ছিল টেইটের। আলাদা ভঙির বোলিং অ্যাকশনের কারণে সাবেক এই অজি পেসারকে ‘দ্য উইল্ড থিং’ বলে ডাকা হতো।

২০০৫-১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মোট ৬৫টি ম্যাচে মাঠে নেমে মোট ৯৫টি উইকেট নিয়েছেন টেইট। এ ছাড়া অজিদের হয়ে তিনটি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন টেইট। 

যেখানে ২৩ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাবেক এই অজি পেসার। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। যার শুরুটা হয়েছিল বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে।

বিগ ব্যাশ ছাড়াও আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টেইট। এছাড়া এই বছর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ডারহামের কোচিং টিমের সদস্য ছিলেন সাবেক এই ডানহাতি পেসার।