promotional_ad

বাংলাদেশ ৪-১ অস্ট্রেলিয়া

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিজেদের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে টসে জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন বাংলাদেশের ব্যাটিং ইউনিট আরও ভালো। দারুণ শুরু করে অধিনায়কের কথা রেখেছিলেন দুই ওপেনার শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ নাইম। তবে সময় যত গড়িয়েছে ততই ব্যাটিং ব্যর্থতা ফুটে ওঠেছে বাংলাদেশের। 


শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২২ রানে থামে স্বাগতিকরা। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পুরো সিরিজের মতো আলো ছড়িয়েছেন বোলাররা। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদদের কল্যাণে অস্ট্রেলিয়াকে মাত্র ৬২ রানে অল আউট করে বাংলাদেশ। ৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো মাহমুদউল্লাহর দল।


জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। নাসুমের শট অব লেন্থে বলে লাইন মিস করে বোল্ড আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 


নিজের দ্বিতীয় ওভারে এসে পুরো সিরিজে দাপট দেখানো মিচেল মার্শকে সাজঘরে পাঠান নাসুম। বাঁহাতি এই স্পিনারের গুড লেন্থের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ৪ রান করা মার্শ। এরপর বেন ম্যাকডারমটকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক ম্যাথু ওয়েড।


promotional_ad

যদিও সেটা খুব বেশি সময় স্থায়ী হতে দেননি সাকিব। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন বাঁহাতি এই স্পিনার। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করে আউট করেছেন সাকিব। ২২ বলে ২২ রানের ইনিংস খেলেছেন ওয়েড। 


সাকিবের পর মাহমুদউল্লাহও বোলিংয়ে এসেই উইকেট নিয়েছেন। ম্যাকডারমটকে ফিরতি ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। এরপর সাইফউদ্দিন মাত্র ৩ রান করা অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে আউট করেন। এরপর একই সমান রান করা ময়েজেস হেনরিকসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন সাইফউদ্দিন।


ইনিংসের ১২তম ওভারে সাকিব বলে শর্ট কভার দিয়ে খেলার চেষ্টা করেছিলেন অ্যাস্টন টার্নার। তবে ব্যাটে-বলে সেভাবে টাইমিং না হওয়ায় মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন এই অজি ব্যাটসম্যান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব।


এ ছাড়া টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার মাইলফলক গড়েছিলেন লাসিথ মালিঙ্গা। শেষ দিকে অজি ব্যাটসম্যানরা সেভাবে না দাঁড়াতে পারায় মাত্র ৬২ রানে গুটিয়ে যায় তাঁরা। 


যা কিনা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাতে সর্বনিম্ন দলীয় রান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন ৭৯ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সাবি চারটি, সাইফউদ্দিন তিনটি ও নাসুম নিয়েছেন দুটি উইকেট।


এর আগে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছিলেন নাইম। এ ছাড়া মাহমুদউল্লাহ ১৯ ও সৌম্য সরকার ১৬ রান করেছেন। এদিকে অজিদের হয়ে ন্যাথান এলিস ও ক্রিস্টিয়ান নিয়েছেন দুটি করে উইকেট। 


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ- ১২২/৮ (২০ ওভার) (নাইম ২৩, মেহেদি ১৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, সোহান ৮, আফিফ ১০, মোসাদ্দেক ৪*; ক্রিস্টিয়ান ২/১৭)


অস্ট্রেলিয়া- ৬২/১০ ( ওভার ১৩.৪) (ওয়েড ২২, ম্যাকডারমট ১৭, সাকিব ৪/৯, সাইফউদ্দিন ৩/১২, নাসুম ২/৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball