আইপিএল

হাসারাঙ্গাকে পেতে চায় আইপিএলের দুই দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:40 সোমবার, 09 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এমন পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর নজর কেড়েছেন ডানহাতি লেগ স্পিনার।

ইতোমধ্যে তাঁকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দুটি দল। যদিও এখনও কোন কিছুই চূড়ান্ত হয়নি। সম্প্রতি ইউটিউব চ্যানেলে লাসিথ মালিঙ্গার সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসারাঙ্গা।

ভারতের বিপক্ষে পুরো সিরিজেই বল হাতে দাপট দেখিয়েছেন এই লঙ্কান স্পিনার। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। যেখানে ৫.৫৮ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন তিনি।

১৩০ এর বেশি স্ট্রাইক রেটে ২৯ রান করেছিলেন। যার ফলে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই হাসারাঙ্গার সঙ্গে যোগাযোগ করে আইপিএলের দুটি দল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে মুখিয়ে এই লঙ্কান স্পিনার।

এ প্রসঙ্গে হাসারাঙ্গা বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজের পর দুটি আইপিএল দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আইপিএলে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার এবং একদিন আইপিএলে অংশ নেওয়ার আমার স্বপ্ন।’

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। যেখানে বেশকদিন আগে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ওঠেছিল অ্যাডাম জাম্পার বদলি হিসেবে হাসারাঙ্গাকে পেতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।