ইংল্যান্ড-ভারত সিরিজ

কার্তিকের মতে নটিংহাম টেস্ট ড্র হলেও এগিয়ে ছিল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 সোমবার, 09 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নটিংহাম টেস্ট জয়ের জন্য পঞ্চম দিনে ১৫৭ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু জয়ের সুবাস পাওয়া বিরাট কোহলির দল এই দিন ব্যাটিংয়েই নামতে পারলো না। বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানোর আগেই ফলাফল ড্র বলে ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালসরা। তবে দিনেশ কার্তিকের মতে, এই ম্যাচে জয় না পেলেও ইংল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে ছিল ভারত।

এই টেস্টে জয়ের জন্য ২০৯ রান করতে হতো সফরকারীদের। চতুর্থ দিনের শেষের দিকে ব্যাটিয়ে নেমে ইনিংসের ১১তম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেয়া রাহুল এদিন ফিরেছেন ২৬ রান করে। তবে দিন শেষে সমান ১২ রান করে অপরাজিত ছিলেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।

শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৫৭ আর ইংলিশদের ৯ উইকেট। ম্যাচের এমন সমীকরণে ভারত নিঃসন্দেহে এগিয়েছিল। এই টেস্টে ভারতীয়দের পারফরম্যান্স প্রসঙ্গে কার্তিক বলেন, 'আমি মনে করি ভারত এগিয়ে থেকেই শেষ দিনে গিয়েছিল। এই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে ভারত অনেক বেশি পেয়েছে। সবমিলিয়ে তারা বিশ্বমানের ক্রিকেট খেলেছে।'

টেস্টের প্রথম ইনিংসের প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। এই ভারতীয় পেসারের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করে কার্তিক বলেন, 'বুমরাহ প্রথম ওভারেই ররি বার্নসকে ফিরিয়ে দারুণ শুরু দিয়েছে। আমি মনে করি বোলিং ইউনিট দারুণ ছিল এবং এমি ভেবেছিলাম ব্যটসম্যানরা আরও ভালো করবে।'

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় ছিল ইংলিশ ব্যাটসম্যানরা। একমাত্র অধিনায়ক রুট ছাড়া ত্রিশের কোটা পার হতে পারেনি আর কেউই। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক। আর যথারীতি ব্যার্থ ছিল বাকি ব্যাটসম্যানরা।

ভারত তাদের প্রথম ইনিংসে ২৭৮ রান করে লিড পায় ৯৫ রানের। আর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করলে তাদের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাড়ায় ২০৮ রানে। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৫২ রান।