বিশ্ব ক্রিকেট

স্মিথের চোখে হালের সেরা চার বোলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 রবিবার, 08 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন স্টিভ স্মিথ। প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোকাবেলা করেছেন বিশ্বের অনেক বাঘা বাঘা বোলারদের। অজি অধিনায়কের মতে হালের সেরা চার বোলারের সবাই পেসার। তার এই তালিকায় জায়গা পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক প্রশ্ন-উওর পর্বে অংশ নিয়ে তার মতে সেরা চার বোলারের নাম উল্লেখ করেন স্মিথ। অবাক করা ব্যাপার হলো তার এই চার বোলারের তালিকায় জায়গা পাননি কোনো স্পিনার। যদিও আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই দাপট আছে স্পিনারদেরও।

টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। আর ইংলিশদের ক্রিকেট ইতিহাসে তিনি সবোচ্চ উইকেট শিকারি বোলার। বেশ কয়েকবার ইনজুরিতে পড়লেও, বয়সকে টেক্কা দিয়ে এখনও খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি শিকার করেছেন মোট ৯০৪ উইকেট।

ভারতীয় বোলিং ইউনিটের সবচেয়ে বড় অস্ত্র বুমরাহ। ডানহাতি এই পেসারে নতুন বলে যেমন ব্রেক থ্রু দিতে পারেন, তেমনি ডেথ ওভারেও বেশ কার্যকরী। বিশেষ করে তার ইয়র্কার ও স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য বেশ বিপজ্জনক। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি ভারতের জার্সিতে ১৪৬ ম্যাচ খেলে শিকার করেছেন ২৫০ উইকেট।

লাইন-লেন্থের সঙ্গে গতি দিয়ে বাইশ গজ মাতিয়ে বেড়াচ্ছেন কাগিসো রাবাদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকর পর থেকে প্রোটিয়া দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র হয়ে ওঠেন এই পেসার। ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৪৭ টেস্টে তার শিকার ২১৩ উইকেট। আর ৭৯ ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ১২২টি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৩২ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৯৬ উইকেট।

অস্ট্রেলিয়ান অধিনায়কের সেরা চারে জায়গা পেয়েছেন তারই সতীর্থ প্যাট কামিন্স। বর্তমান বিশ্ব ক্রিকেটে গতি আর সুইংয়ে বেশ খ্যাতি এই অজি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার কদর আছে ফ্র্যাঞ্চাইজি লিগেও। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ১৪৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৩১২ উইকেট।