বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মুস্তাফিজের কাছ থেকে কাটার শিখছেন শরিফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:25 রবিবার, 08 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ারে নাস্তানাবুদ হচ্ছে অস্ট্রেলিয়া। তার কাছ থেকেই এবার কাটার রপ্ত করছেন বাংলাদেশ দলের আরেক পেসার শরিফুল ইসলাম। অনুশীলনে নিয়মিতই মুস্তাফিজের পরামর্শ মেনে কাটার শেখার চেষ্টায় আছেন তিনি।

দুজনই বাঁহাতি পেসার। দুজনের বোলিংয়েও বেশ মিল রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে দুজনের জুটির উষ্ণতাও অন্য মাত্রা যোগ করেছে। অজিদের বিপক্ষে দুজনেই ৭টি করে উইকেট তুলে নিয়েছেন। মুস্তাফিজ এই সিরিজে ৩.৫৬ ইকোনোমিতে বল করেছেন। শরিফুল কিছুটা খরুচে হলেও তার ইকোনোমি ৬.৩৮।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের স্লো অ্যান্ড লো উইকেটে দুজনই দারুণ কার্যকরী বোলিং করে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে বড় ভূমিকা রেখেছেন। মুস্তাফিজের কাছ থেকে কাটার শেখার প্রসঙ্গে শরিফুল বলেছেন, 'মুস্তাফিজ ভাইয়ের কাছে আমি শিখার চেষ্টা করতেছি যে উনি কিভাবে কাটার দেন। আমি এখনও চেষ্টা করছি অনুশীলনে। কিন্তু ম্যাচে এখনও এটা চেষ্টা করিনি। উনার সিস্টেমটা একদমই ভিন্ন ধরনের। আমি শিখছি।'

মিরপুরের উইকেটে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য কাটার খুবই বিপদজনক। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডানহাতি ব্যাটসম্যানের আধিক্য থাকায় শরিফুলও কাটার শেখার তাড়না অনুভব করছেন। তাকে কাটার শেখাতে চেষ্টার কমতি রাখছেন না মুস্তাফিজও।

তার ভাষ্য, 'উনি বলেন যে মিরপুরে ডানহাতিদের জন্য কাটারটা খুবই বিপদজনক। কারণ হালকা থেমে একটু টার্ন করে স্পিনারদের মতো। তো উনি এটাও বলেছেন যে কাটারটা বেশি বেশি ব্যাবহার করত পারি।'

জাতীয় দলের হয়ে অভিষেকের আগেই মুস্তাফিজের সঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একসঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছিল শরিফুলের। এরপর প্রিমিয়ার লিগেও প্রাইম ব্যাংকের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। এর ফলে দুজনের অন্যরকম রসায়ন তৈরি হয়েছে।

শরিফুল বলেন, 'বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। এখন জাতীয় দলে খেলছি। ওনার সঙ্গে বোলিং করার মজাই আলাদা। উনি সবসময় ইতিবাচক কথা বলেন। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারেন। আমি যখন বোলিংয়ে আসি, তার আগেই আমাকে বলে দেন কোনটা করা উচিত, কোনটা ভালো, এসব।'

এই টাইগার পেসার আরও বলেন, 'এমন একজন অভিজ্ঞ কেউ যদি বলে দেন…আমি তো এতটা অভিজ্ঞ নই, উনি অনেক বড় ক্রিকেটার, তার পরামর্শগুলো নিলে কাজ খুব সহজ হয়। আমার খুব ভালো লাগে উনার সঙ্গে বোলিং করতে। আমি নিজেও অনেক সময় যখন তাকে ডাকি যে ‘ভাই কোনটা করলে ভালো হয়’, উনি পরামর্শ দেন।'