ইংল্যান্ডের ক্রিকেট

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজই রুটকে ফর্মে ফিরিয়েছে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:29 রবিবার, 08 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। এর আগে প্রথম ইনিংসেও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অথচ এর আগে তার খেলা ৫ টেস্টের একটিতেও হাফ সেঞ্চুরি ছিল না।

ভারতের বিপক্ষে চলমান টেস্টে দারুণ ব্যাট করছেন রুট। গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজই তাকে ফর্মে ফেরাতে সাহায্য করেছে বলে মনে করেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক।

রুট বলেন, 'বড় রান করতে পেরে এবং এই টেস্ট জয়ের সুযোগ তৈরি করতে পেরে আমি খুবই খুশি অনুভব করছি। শ্রীলঙ্কায় সাদা বলের কয়েকটি ম্যাচ খেলায় আমার খুব উপকার হয়েছে। এই ম্যাচের আগে আমি যদিও কয়েকটি লাল বলের ম্যাচ খেলেছি।'

তিনি আরো বলেন, 'কিন্তু আমার দিক থেকে আমি বলব যে, ৫০ ওভারের ম্যাচগুলো আমাকে ছন্দে ফিরতে সাহায্য করেছে। একই সঙ্গে ব্যাটিং আমি আমার ব্যাটিংয়েও ছন্দ খুঁজে পেয়েছি।

টেস্ট ক্রিকেটের সঙ্গে ওয়ানডের সম্পর্ক না থাকলেও রুট লঙ্কানদের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচগুলোকেই তার ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর হাতিয়ার হিসেবে মানছেন। সেই সিরিজে ৬৮ রানের অপরাজিত একটি এবং ৭৯ রানের আর একটি ইনিংস খেলেছিলেন তিনি।

রুট বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আমি নিজের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন এনেছিলাম। আমি অনুভব করছিলাম যে আমি খারাপ সময় পার করে ভালো সময়ে এসে পৌছেছি। ৫০ ওভারের ক্রিকেটই আমাকে লাল বলের খেলায় অনেক সাহায্য করেছে।'