promotional_ad

লর্ডসে ক্রলি ও লরেন্সকে দেখতে চান না ভন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে চলমান ট্রেন্ট ব্রিজ টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে ইংলিশ টপ অর্ডার। অধিনায়ক জো রুট ছাড়া ত্রিশের কোটা পার হতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। তাই দ্বিতীয় টেস্টে জ্যাক ক্রলি ও ড্যান লরেন্সকে একাদশে না খেলানোর পক্ষে মত দিয়েছেন মাইকেল ভন।


টস জিত?? ব্যাট করে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। যেখানে তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করেতে নেমে ২৭ রানের বেশি করতে পারেননি ক্রলি। মিডল অর্ডার ব্যাটসম্যান লরেন্স ফিরেন শূন্য রানে। আর দ্বিতীয় ইনিংসে ৬ রানে ফিরেন ক্রলি এবং লরেন্সের ব্যাট থেকে আসে ২৫ রান।


promotional_ad

দ্বিতীয় টেস্টে ক্রলি ও লরেন্সের খেলা প্রসঙ্গে ভন বলেন, ‘লর্ডসে ক্রলি ও লরেন্সের দলে থাকার সম্ভাবনা নেই। অনেক দিন পর পুনরায় ফিরতে পারেন হাসিব হামিদ। ফেরার সম্ভাবনা আছে ডেভিড মালানেরও।’


টপ অর্ডার ব্যাটসম্যান ক্রলি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাক ক্রলি হয়ত একজন বিশ্বমানের টেস্ট খেলোয়াড় কিন্তু সে যথেষ্ট রান পাচ্ছে না। লর্ডসে তার খেলার সম্ভাবনা দেখছি না কিন্তু সে অস্ট্রেলিয়া সফরে ভালো করতে পারে। আমি জ্যাক ক্রলির জায়গায় হাসিব হামিদের সুযোগ দেখছি। ডেভিড মালানও ভালো বিকল্প হতে পারত তবে সে ইংল্যান্ডের টেস্ট পরিকল্পনার বাইরে।’


মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যান লরেন্সের ব্যাটিং প্রসঙ্গে ভন বলেন, ‘ড্যান লরেন্স দারুণ কিছু শর্ট খেলার ক্ষমতা আছে কিন্তু সে ইনিংসের শুরুতে বোলারদের উপর চাপ তৈরি করে পারে না।’


ইংলিশ ব্যাটসম্যানদের ব্যর্থতার এই টেস্টে দুই ইনিংসেই সাবলীল ছিলেন রুট। প্রথম ইনিংসে ৬৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন। অধিনায়কের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball