টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের প্রস্তুতি সারতে মুম্বাইয়ের বিপক্ষে খেলবে ওমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:48 শনিবার, 07 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ওমান। আইসিসির বৈশ্বিক এই আসরটির আগে নিজেদের ঝালিয়ে নিতে ভারতের ঘরোয়া লিগের দল মুম্বাইকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ওমানের আমন্ত্রণে দেশটিতে সফরের ব্যাপারে ইতোমধ্যে সবুজ সংকেত মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে উদ্যোগ গ্রহণ করেছেন ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি ও প্রধান নির্বাহী ডুলিপ মেন্ডিস। সেই ধারাবাহিকতায় এমসিএ’কে দল পাঠানোর জন্য যোগাযোগ করেছিলেন তারা। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৯ আগস্ট ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে ভারত ছাড়বে মুম্বাই দল।

বিষয়টি নিশ্চিত করে ডুলিপ বলেন, ‘নিশ্চিতভাবে মুম্বাই দল ওমান সফর করবে। তাদের সফরটিকে সামনে রেখে বিস্তারিত কাজ চলছে।’ যদিও এই সফরে ওমান ও মুম্বাইয়ের কোন ফরম্যাটে সিরিজ খেলবে তা জানা যায়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অতি সন্নিকটে হওয়ায় এই দুই দলের মধ্যে স্বল্প ওভারের ম্যাচ মাঠে গড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের ঘরোয়া লিগে বেশ সুনাম রয়েছে মুম্বাই ক্রিকেট দলের। বিজয় হাজারে ট্রফির শেষ আসরে উত্তর প্রদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো তারা। এই দলটিতে খেলেন ভারত জাতীয় দলের ক্রিকেটার পৃথ্বি শ, শিভাম ডুবে ও ধাওয়াল কুলকার্নির মতো ক্রিকেটাররা।

আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওমান ও আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। জমকালো এই প্রতিযোগিতাটির প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ আয়োজন করবে ওমান। সরাসররি জায়গা না হওয়ায় প্রথম পর্ব খেলতে হবে দেশটির।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মোকাবেলা করবে ওমান। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলে তবেই সুপার-১২ এ খেলতে পারবে দেশটি। আসরটিতে পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ ও স্কটল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১৯, ২১ ও ২৩ অক্টোবর মাঠে নামবে ওমান।