বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিশ্বাস ছিল একমাত্র মুস্তাফিজই কিছু করতে পারবে: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:52 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শুক্রবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ নিয়ে অজিদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতল বাংলাদেশ।

এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদই ছিল না বাংলাদেশের। এবার জয় এলো টানা তিন ম্যাচে। শুক্রবার ১০ রানে জিতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেরে সাকিব-মাহমুদউল্লাহরা।

সিরিজ জিতলেও তৃতীয় ওয়ানডেতে ম্যাচের মোড় কোন দিকে যাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ১৯তম ওভারে দারুণ ওভার করেন মুস্তাফিজুর রহমান। খরচ করেন মাত্র এক রান।

আর এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। আর ৪ ওভারে কোন উইকেট না পেলেও মাত্র ৯ রান দেন এই পেসার। শেষ ওভারে ২২ রান প্রয়োজন হলে অজিরা নিতে পারে মাত্র ১১ রান। বাংলাদেশ জয় পায় ১০ রানে।

মুস্তাফিজের করা সেই ওভারকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। বিসিবি প্রেসিডেন্টের দাবি, সবারই মুস্তাফিজের ওপর বিশ্বাস ছিল যে সে কিছু করতে পারবে।

ম্যাচ শেষে গনমাধ্যমের সাথে আলাপকালে নাজমল হাসান বলেন, 'আমি বলব যে মুস্তফিজের ওভারটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং আমাদেরই বিশ্বাস ছিল একমাত্র মুস্তাফিজই যদি একমাত্র ওই ওভারটায় কিছু করতে পারে। সেটাই সে করেছে। যেটা দরকার ছিল।'