বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

দ্রুত উইকেট নিয়ে তাদের চাপে রাখবো, মাঠে নামার আগে ক্রিকেটারদের সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:36 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর শের ই বাংলার ধীরগতির উইকেটে আবারও নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ। ১০ রানে জয় পাওয়ার দিনে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে স্বাগতিকরা।  যেকোন ফরম্যাটে এবারই প্রথম অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এদিন মাঠে নামার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। যেখানে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার পরামর্শ দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মূলত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চাওয়াতেই সবার সঙ্গে কথা বলেছেন সাকিব।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৭ সংগ্রহ করে বাংলাদেশ। মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি ছাড়াও সাকিব ২৬ ও আফিফ হোসেন ধ্রুব করেন ১৯ রান।

মাত্র ১২৭ রানের লক্ষ্য হওয়ায় ক্রিকেটারদের সাহস জোগাতে সাকিবের সহায়তা নেন মাহমুদউল্লাহ। তাঁর চাওয়াতে ফিল্ডিংয়ে নামার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সাকিব। 

এ ছাড়া ম্যাচের শেষ কয় ওভারে সাকিবকে সক্রিয় দেখা যায়। সেই সময় মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ের পরামর্শ দেয়ার পাশাপাশি ফিল্ডিং সাজাতেও দেখা গেছে সাকিবকে।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা যখন মাঠে প্রবেশ করছিলাম তখন আমি চাচ্ছিলাম সাকিব দলের সঙ্গে কথা বলুক। সে তাদের বলেছে যে যাই হোক না কেন আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে এবং তাদের চাপে রাখতে হবে।’