ইংল্যান্ড-ভারত সিরিজ

কোহলির উইকেট পেয়ে উদযাপন আবেগের বহিঃপ্রকাশ: অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:07 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নটিংহ্যাম টেস্টে গতি আর সুইং দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছেন জেমস অ্যান্ডারসন। প্রথম ইনিংসে বিরাট কোহলিকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে অনীল কুম্বলের সঙ্গে যৌথভাবে সর্বকালের সেরা উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন এই পেসার। কোহলির উইকেট দিয়ে এমন কীর্তি গড়ায় শূন্যে লাফিয়ে উঠে উদযাপন করতেও দেখা গেছে তাকে। অবশ্য অ্যান্ডারসন জানিয়েছেন, এটি ছিল কেবল আবেগের বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আঘাত হেনে পূজারাকে ৪ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর শুন্য রান করা কোহলিকেও নিজের শিকার বানান ৩৯ বছর বয়সী এই পেসার। এতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার শিকার করা উইকেট সংখ্যা এসে দাড়ায় ৬১৯টিতে। তার সামনে কেবল ৮০০ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন ও ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন।

কোহলির উইকেটটির ব্যাপারে অ্যান্ডারসন জানান, ভারতের অধিনায়ককে শিকার করায় ইংলিশ ক্রিকেটারদের শিরা-উপশিরায় আত্মবিশ্বাস সঞ্চালিত হয়েছিল। তার কথায়, ‘আমি মনে করি বিরাটকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো আগেই চ্যালেঞ্জ করেছি। সে হয় খেলে, না হয় মিস করে নয়তো বা ছেড়ে দেয়। সে সব সময়ই যথেষ্ট ভালো ছিল এবং আজ এটি সেই দিনগুলির মধ্যে একটি যেখানে সে ভালো করেনি।’

উদযাপনের কথা বলতে গিয়ে এই ইংলিশ পেসার বলেন, ‘তার উইকেট পাওয়াটি বিশাল ব্যাপার। বলটি আমি যেখানে ফেলতে চেয়েছিলাম, তার জন্য এটা ভাল ছিল। দলকে খেলায় ফিরিয়ে আনার জন্য এটি কেবল আবেগের বহিঃপ্রকাশ ছিল। তাদের সেরা খেলোয়াড়কে আউট করা এমন একটি বিষয় যা প্রায়শই ঘটে না।’

ভারতের ইনিংসে চতুর্থ উইকেটে আঘাত হানার কথা পরিকল্পনায় ছিল বলে জানান অ্যান্ডারসন। পূজারা ও কোহলিকে সুইংয়ে কাবু করে যেটি তিনি করতে পেরেছিলেন। যেটি ইংলিশদের খেলায় ফেরাতে খুব কার্যকরী ছিল। অবশ্য দ্বিতীয় সেশনে অলি রবিনসন আজিঙ্কার রাহানের উইকেট তুলে নেওয়ায় সেটি আরো পাকাপোক্ত হয়েছিল।

অ্যান্ডারসন বলেন, 'সত্যি কথা বলতে কি আমরা এটা নিয়ে বেশি ভাবিনি, বিশেষ করে তাকে (কোহলি) নিয়ে। একটি দল হিসেবে আমরা যা করতে চেয়েছি তা হলো চতুর্থ স্ট্যাম্প এরিয়ায় তাকে চ্যালেঞ্জ জানানো এবং যতটা সম্ভব ডিফেন্স করাতে। অবশ্যই ওটার মত (কোহলির উইকেট) কয়েকটি দ্রুত উইকেট নেয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিরাট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। সবসময়ই তাকে দ্রুত ফেরানো ভালোলাগার অনুভূতি।'