ভারতের ক্রিকেট

বর্তমান টেস্ট দলটিকে ভারতের ইতিহাসে সেরা মানছেন গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:26 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলগুলোর সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করছে ভারত। ঘরের মাঠের পাশাপাশি বিদেশের প্রতিকূল কন্ডিশনেও আধিপত্য দেখাচ্ছে তারা। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা কোহলির নেতৃত্বাধীন এই দলটি।

বর্তমানে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমখি হয়েছে ভারত। নটিংহ্যামে টেস্টের প্রথম দুই দিন ইংল্যান্ডকে কোণঠাসা করে রেখেছে দলটি। গতি আর সুইংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করছে ভারতীয় পেসাররা। ইংল্যান্ডের মতো কন্ডিশনে তাদেরই নাকানিচুবানি খাওয়ানো ভারতের জন্য বিরাট কৃতিত্বের।

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দেশটির ৭১ বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের প্রথম রেকর্ড এটি। এছাড়া চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে লাল বলের সিরিজও জিতেছিল ভারত।

যদিও মে মাসে নিউজিল্যান্ডের কাছে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি কোহলি-রোহিত শর্মাদের। ভারতের বর্তমান টেস্ট দলের প্রতি সন্তুষ্ট গাভাস্কার। দলে বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার থাকায় এই দলকে সেরা মানছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘এই দলটি নি:সন্দেহে ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা দল। শুধুমাত্র ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দলের মধ্যে একই ধরনের গভীরতা এবং ভারসাম্য ছিল। তবে আমার মতে, বর্তমান দলটিই ভাল। কেননা ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে। তাছাড়া এই দলটি অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়েছিল।’

এই ধারা অব্যাহত রাখতে পারলে ইংল্যান্ডের মাটিতে চলমান টেস্ট সিরিজটি ভারত জিততে পারে বলে মনে করেন গাভাস্কার। তবে পরিস্থিতি প্রতিকূলে থাকলেও ভারতের জয় দেখছেন তিনি, ‘যদি সূর্য বাইরে থাকে, তবে সহজেই সিরিজ জিততে পারে তারা। যদি কিছু মেঘলা দিন থাকে, তাহলে তাদেরও জিততে হবে। কিন্তু অদ্ভুতভাবে টেস্ট হেরেও যেতে পারে।’