আয়ারল্যান্ড - জিম্বাবুয়ে সিরিজ

পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:53 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের কারণে সরকারি ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে গেল জিম্বাবুয়ে দলের আয়ারল্যান্ড সফর। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট শুরু হবে সিরিজটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৬ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল সিরিজটি। তবে করোনা নিয়ে সরকারি বিধি নিষেধের কারণ সময় মতো আয়ার‌ল্যান্ডের বিমান ধরতে পারেনি রোডেশিয়ানরা।

আগামী ১৯ আগস্ট আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ব্রেন্ডন টেলর-ব্লেসিং মুজারাবানিরা। যদিও সেটি নিশ্চিত হবে এসআরসির আনুষ্ঠানিক ঘোষণার পর। বিষয়টি নিশ্চিত করেছেন জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আয়ারল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করেছিলাম। খুব সম্ভবত এখন ১৯ আগস্ট আমরা দেশ ছাড়তে পারব। সব কিছু পরিষ্কারভাবে বলা যাবে এসআরসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর।'

সফরে ছিল তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে এই দুই দলের। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজের সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল বেলফাস্ট ও নর্দার্ন আয়ারল্যান্ডে।

কিন্তু সিরিজের সূচিতে পরিবর্তন আসায় বদলে যেতে পারে ভেন্যু। সিরিজ নিশ্চিতের পর এমনটাই ধারণা দিয়েছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম।