আইপিএল

আইপিএল শুরুর ১ মাস আগে দুবাই যাচ্ছে চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর এখনও প্রায় দেড় মাস বাকি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী আগামী ১০ আগস্টের পর থেকে চাইলে দুবাইয়ে ঘাঁটি গাড়তে পারে দলগুলো।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। সবকিছু ঠিক থাকলে ১৩ আগস্টে দুবাইয়ের বিমান ধরবে তিনবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে আইপিএলের স্থগিত হওয়া আসর। নিজেদের প্রস্তুত করতে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে মাসখানেক আগেই দুবাই যাচ্ছে চেন্নাই। যেখানে দলের সঙ্গে থাকবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

এ প্রসঙ্গে বিশ্বনাথ বলেন, ‘আগামী ১৩ আগস্ট আমরা ভারত ছাড়ার পরিকল্পনা করছি। সেই দিন অধিনায়ক এমএস ধোনির পাশাপাশি সকল ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে দুবাইয়ের জন্য দেশ ছাড়বো। ’

আইপিএলের গেল আসরে প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেনি চেন্নাই। তবে টুর্নামেন্টটির এবারের আসরের শুরু থেকেই দারুণ সময় পার করছে দলটি। এবারের আসরে সাত ম্যাচ খেলা চেন্নাই জয় পেয়েছেন পাঁচটি ম্যাচে।

১২তম আসরে শেষ চারে উঠতে না পারা চেন্নাই রয়েছেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। আইপিএলের স্থগিত হওয়া আসর শুরুর দিনেই মাঠে নামছে চেন্নাই। যেখানে তাঁদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস।