উইলিয়ামসন-বোল্টরা আইপিএল খেলবেন, বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:39 শুক্রবার, 06 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছিলেনইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ খেলবেন কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টরা। তবে শঙ্কা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ায়। যদিও কিউই ক্রিকেটারদের পাওয়া নিয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। এদিকে টুর্নামেন্ট চলাকালীন ১৮ বছর পর পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। এতে করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশে কিউই ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আইপিএলের বিভিন্ন দলে খেলে থাকেন নিউজিল্যান্ড জাতীয় দলের মোট আট ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন কেন উইলিয়ামসন, টিম  সেইফার্ট, লোকি ফার্গুসন, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে, কাইল জেমিসন, মিচেল সান্টনারদের মতো তারকারা।

জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে গেলে তাঁদের অনুপস্থিতিতে খানিকটা বিপাকে পড়তে হবে দলগুলোকে। বিশেষ করে ভুগতে হবে মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ মুম্বাইয়ের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম বোল্ট। একইভাবে বেঙ্গালুরুতে পেস বিভাগের বড় দায়িত্বে জেমিসন।

এদিকে ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন উইলিয়ামসন। এ ছাড়া দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তালিকায় তিনি সবার ওপরে। তাই আইপিএলের দ্বিতীয় অংশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে দলগুলো।

২৪ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। যেখানে ১-১০ সেপ্টেম্বর পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি খেলবে তাঁরা। টাইগারদের বিপক্ষে সিরিজ শেষ করে ১১ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেবে কিউইরা। যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপসরা।

আগামী ৩ অক্টোবর শেষ হবে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। তবে পাকিস্তান সফরে কিইউদের পূর্ণ শক্তির দল যাবে কিনা সেটা এখনও সন্দিহান। কেননা আইপিএলের সঙ্গে পাকিস্তান সিরিজের সূচি সাংঘর্ষিক। তাই ধারনা করা হচ্ছে, বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের পরিবর্তে আরব আমিরাতের বিমান ধরতে পারেন কেন উইলিয়ামসনরা। এর পেছনে যুক্তি রয়েছে বটে।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও আমিরাতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আসরটির আগে আমিরাতে মাঠে গড়াবে আইপিএল। তাই আইপিএলে খেলে সেখানকার কন্ডিশনে মানিয়ে নিয়ে বিশ্বকাপ শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছেন কিউই ক্রিকেটাররা। দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়ায় ধারনা করা হচ্ছে, পাকিস্তান সফরের চেয়ে আইপিএলকেই অগ্রাধিকার দেবেন তারা।