বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

ব্যাটিংয়ে নেমে সাকিবকে ঠাণ্ডা থাকতে বলেছিলেন মেহেদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:20 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্রুতই ২ উইকেট হারায় বাংলাদেশ। চারে মাহমুদউল্লাহ রিয়াদকে না পাঠিয়ে শেখ মেহেদি হাসানকে পাঠায় টিম ম্যানেজমেন্ট। যেখানে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে না পারলেও গুরুত্বপূর্ণ ২৩ রানের এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাতে করে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন মেহেদি।

শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করা মেহেদি জানিয়েছেন, ক্রিজে এসে সাকিবকে সতর্ক করে ঠাণ্ডা মাথায় খেলতে বলেন। এ ছাড়া ব্যাটিংয়ের সময় সাকিবকে বলেছিলেন যে তিনিই প্রতি বলে সুযোগ নেবেন। চারে নামা মেহেদির দাবি, ব্যাটিং করার জন্য উইকেট সহজ ছিল না।

এ প্রসঙ্গে মেহেদি বলেন, ‘আমাকে যেহেতু উপরে পাঠানো হয়েছিল, আমি সাকিব ভাই বলছিলাম, আপনি কোনো ঝুঁকি নিয়েন না। আমি সব বলেই চেষ্টা করছি। যদি বের হয়ে যায়, তাহলে তো খুবই ভালো। আপনি ঠাণ্ডা থাকেন, আমি প্রতি বলেই ‘চান্স’ নিব। উইকেটটা খুব সহজ ছিল না। চাইলেই বল ব্যাটে চলে আসে এমন না।’

তিনি আরও বলেন, ‘ওদের বোলাররা বিশ্বমানের, ওরা জায়গা ছাড়া বল করে না। কষ্ট হয়েছে কাজ করতে গিয়ে। যতটুকু করতে পেরেছি তাতে দল কিছুটা লাভবানই হয়েছে। অমন ইনিংসের জন্য আমরা যে চাপে ছিলাম সেটা অনেকটাই কেটে গিয়েছিল।’

প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ২৩ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। আপাতত হোয়াইটওয়াশের চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মেহেদি।

তিনি বলেন, ‘ম্যাচ বা ম্যাচই এগোনোর চিন্তা। আমার একার না। দলে যত খেলোয়াড় আছে সবারই এই চিন্তা। যেহেতু এটা গোল বল! যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। সামনে তৃতীয় টি-টোয়েন্টি, এখন সবাই সেদিকে মনোযোগ দিচ্ছি।’