পাকিস্তান ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচ থাকছেন মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:47 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার আলোচনায় এসেছেন মিসবাহ-উল-হক। সর্বশেষ গুঞ্জন ছিল তিনি শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে থাকছেন এই সাবেক ক্রিকেটার।

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। ইতোমধ্যেই শেষ হয়েছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে এক ম্যাচ জিতেই সিরিজটি নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দলের এমন সাফল্যে্র পর মিসবাহর ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ প্রসঙ্গে পিসিবি সূত্র বলেছে, ‘মূলত সবাই দেখতে আগ্রহী ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিসবাহ কিভাবে দলকে পরিচালনা করে। এটা পর্যবেক্ষণ করেই পিসিবি তার দায়িত্ব পুনঃবিবেচনা করেছে।’

এর আগে ইংল্যান্ড সফরে দলের বাজে পারফর্মের কারণে সমালোচনার মুখে পড়েন মিসবাহ। ইংলিশদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। একই সফরে ২-১ ব্যবধানে হেরেছিল টি-টোয়েন্টি সিরিজ। মূলত এই সিরিজের পর থেকেই পিসিবি প্রধান কোচের বিকল্প নিয়ে ভাবতে শুরু করে।

কোচিং ক্যারিয়ারে বহুবার সমালোচিত হলেও নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী মিসবাহ। কিছু দিন আগেই তিনি বলেছিলেন, 'আমরা কেবল কঠোর পরিশ্রমই করতে পারি। ফলাফল আমাদের হাতে নেই। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ ভাবিনি, এখন ভাবতে শুরু করার কোনো ইচ্ছেও নেই। যারা আমার সমালোচনা করে, তারা নিজেদেরই সময় নষ্ট করছে। কে সমালাচনা করল, সেসব নিয়ে আমার একটুও ভাবনা নেই।'

মিসবাহ একই সঙ্গে পাকিস্তানের প্রধান কোচ এবং নির্বাচকের দায়িত্ব ছিলেন। তবে ২০২০ সালের শেষের দিকে নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়কও ছিলেন বর্তমান প্রধান কোচ মিসবাহ।