দ্য হান্ড্রেড

দ্য হান্ড্রেডে কনওয়ের বদলি স্টার্লিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:24 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। তাঁর বদলি হিসেবে পল স্টার্লিংকে দলে নিয়েছে সাউদার্ন ব্রেভ। ইতোমধ্যে টুর্নামেন্টটিতে খেলার জন্য অনাপত্তি পত্রও (এনওসি) পেয়েছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার।

দ্রুতই আসরটিতে খেলার জন্য সাউদার্নের সঙ্গে যোগ দেবেন তিনি। করোনার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের সীমিত ওভারের সিরিজটি পিছিয়ে যাওয়ায় দ্য হাড্রেডে খেলার সবুজ সংকেত পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দ্য হান্ড্রেডের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার।

ব্রেভের হয়ে যোগ দেয়া প্রসঙ্গে স্টার্লিং বলেন, ‘আমি খুব আগ্রহের সঙ্গে দ্য হান্ড্রেডের প্রথম রাউন্ডের কিছু ম্যাচ দেখেছি। আসরটিতে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। জেমস ভিনসের নেতৃত্বে ব্রেভ দলটি অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি প্রতিযোগিতাটির উদ্বোধনী মৌসুমে দলের চলমান সাফল্যে অবদান রাখতে পারবো। একটি নতুন প্রত্যয় হিসেবে, ভক্তদের হান্ড্রেডকে সমর্থন করতে দেখে খুব ভালো লাগছে। দর্শকদের উপস্থিতিতে আবারও খেলতে পারলে দারুণ লাগবে।’

দ্য হান্ড্রেডে স্টার্লিং যোগ দেয়াকে আয়ারল্যান্ডের জন্য ইতিবাচক বলে মনে করেন ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ডিরেক্টর রিচার্ড হোল্ডসওয়ার্থ। তিনি বলেন, ‘টি -টোয়েন্টি বিশ্বকাপ এগিয়ে আসছে। এই মুহূর্তে আমাদের একজন শীর্ষস্থানীয় খেলোয়াড়ের জন্য এইরকম অভিজ্ঞতা পাওয়ার সুযোগ দলের জন্য লাভজনক হতে পারে।’