বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজ না জেতার কোন কারণ দেখছেন না পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:06 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধীরগতির উইকেটে রীতিমতো দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও টি-টোয়েন্টি না জেতা বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটের সঙ্গে জয় তুলে নিয়েছে। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে আর মাত্র একটি ম্যাচে জিততে হবে স্বাগতিক বাংলাদেশকে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাঁদের বিপক্ষে সিরিজ না জেতার কোন কারণ দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথম ম্যাচে স্পিনারদের কল্যাণে ২৩ রানের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য আধিপত্য বিস্তার করেছে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের মতো পেসাররা। অজিদের অল্প রানে আটকে দিলেও ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে খানিকটা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। 

যদিও সেখান থেকে টেনে তুলে বাংলাদেশকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বলে বাকিগুলোও বাংলাদেশ জিতবে, এই ধরনের মানসিকতা দিয়ে অজিদের বিপক্ষে জেতা যাবে না বলে সতর্ক করেছেন বিসিবি সভাপতি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বলা মুশকিল (বাংলাদেশ সিরিজ জিতবে কিনা), অস্ট্রেলিয়া অত্যন্ত প্রফেশনাল একটি দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘কিন্তু একবারও যদি আমাদের মনে হয়, দুটো তো জিতছি বাকিগুলোও তো জিতব, এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে।’