promotional_ad

মুস্তাফিজে মুগ্ধ অ্যাগার

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়া বধের রূপকথা সত্যি হবার খুব কাছেই বাংলাদেশ। যে ক্যাঙ্গারুদের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি ম্যাচই জেতা হয়নি তাদেরই ঘরের মাঠে পেয়ে যেন মরণ কামড় বসিয়ে দিচ্ছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই তারা জিতেছে বীর দর্পে, অজিদের ভুগিয়েছে বেশ। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ওভারগুলোতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অসহায়ত্ব ফুটে উঠেছে প্রতিটা বলেই।


কাটার স্লোয়ারে বিদ্ধস্ত করেছেন তো অবশ্যই, কখনো তার বল বুঝতেই পারেননি ওয়েড-ফিলিপেরা। প্রথম ম্যাচে অজি ব্যাটসম্যানরা ফিজের করা ৪ ওভারের ১২ বল থেকেই রান তুলতে ব্যর্থ হয়েছেন । বাকি ১২ বলে নিতে পেরেছিল মাত্র ১৬ রান। বাউন্ডারি একটি। উল্টো তাকে উপহার দিতে হয়েছে ২টি উইকেট। দ্বিতীয় ম্যাচেও ভয়ঙ্কর মুস্তাফিজ রান দিয়েছেন ২৩।তাও ফিলিপে-ওয়েড অ্যাগারদের নাভিশ্বাস তুলে।


promotional_ad

তার বল বুঝে উঠতে না পেরে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই তিন ব্যাটসম্যান। ড্রেসিং রুমে ফিরতে ফিরতে তার মুখের অভিব্যাক্তিই বলে দেয় ফিজ ধাঁধায় কতটা নাজেহাল তারা। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাতকারে এসে তাই মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় মত্ত অ্যাগার। জানালেন অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে কব্জি আর আঙ্গুলের ব্যবহারে মুস্তাফিজের কাটার-স্লোয়ারগুলো 'সুপার ভ্যারিয়েবল'।


তিনি বলেন, 'মুস্তাফিজের বল খেলা খুবই কঠিন, সে সত্যিই খুবই ভালো বোলার। ধীর গতির বল করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। আপনি যদি তার বোলিং স্লো মোশনে দেখেন তাহলে দেখবেন সে তার কব্জি এবং আঙ্গুলগুলোকে দারুণভাবে ব্যবহার করে। এক্ষেত্রে তার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে, পুরোপুরি অবিশ্বাস্য।


অ্যাগার আরো বলেন, 'তার বলগুলো খুব ধীর গতিরও নয় তাই যে কোন সময় যে কোন কিছু হতে পারে। উইকেটে পরে বলগুলো হয় ধীরগতির নয়তো অনেক টার্ন করতে পারে। আবার কখনো নাও হতে পারে। সে সত্যিই 'সুপার ভ্যারিয়েবল'। সে বল হাতে যতটা সম্ভব সুযোগ তৈরি করতে পারে। আমি মনে করি, তার অধিকাংশ বলই ধীর গতির। তাকে মোকাবেলা করার পথ আমাদের খুঁজে বের করতে হবে।'


এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষের পর মুস্তাফিজের প্রশংসা শোনা গিয়েছে অজি অলরাউন্ডার মইসেস হেনরিকসের মুখেও। রাখ ঢাক না রেখেই তিনি বলে দিয়েছিলেন, মুস্তাফিজের স্লোয়ার যুগান্তকারী। যেগুলো আইপিএলেও করতে দেখা যায় না ফিজকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball