পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশ সফর শেষে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:26 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ষ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই কিউইরা দেশটির উদ্দেশ্য উড়াল দেবেন। যেখানে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সফরের ওয়ানডে সিরিজে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। ১৭ সেপ্টেবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বহুল প্রতিক্ষিত এই সিরিজ। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে শেষ হবে ৩ অক্টোবর।

এই সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে ২০২১-২২ মৌসুমে পাকিস্তানে বড় দলগুলোর সফর। নিউজিল্যান্ড সফরের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে ইংল্যান্ড। এরপর এ বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানে সফর করবে। ২০২২ এর মার্চে অস্ট্রেলিয়ারও দেশটিতে সফর করার কথা রয়েছে। নিউজিল্যান্ডের এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়াসিম খান।

পিসিবির এই নির্বাহী কর্মকর্তা বলেন, 'আমি খুশি যে নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের দুটি অতিরিক্ত টি -টোয়েন্টি আন্তর্জাতিক খেলার প্রস্তাব গ্রহণ করেছে। টি -টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে উভয় দেশ শুধু খেলবেই না বরং নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পাকিস্তানে অতিরিক্ত দিন কাটাতে, আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে এবং আমাদের আতিথেয়তা উপভোগ করতে দেবে।'

এই সিরিজ নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও। তাদের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন এই সিরিজের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম উদ্বোধন করতে অপেক্ষায় রয়েছেন তারা। পাকিস্তানে আবারো আন্তর্জাতিক সিরিজ ফেরায় নিজের অভিব্যাক্তিও প্রকাশ করেছেন হোয়াইট।

তিনি বলেন, 'আমরা পাকিস্তানের আন্তর্জাতিক মৌসুম উদ্বোধন করার জন্য সেখানে সফর করতে অপেক্ষায় আছি। নিউজিল্যান্ড ভারতের বাইরে প্রথম দেশ ছিল পাকিস্তান সফরে এবং আমরা পিসিবির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভাগ করে নিয়েছি। এটা খুবই ভালো যে, পাকিস্তানের জন্য এত কঠিন সময়ের পর দেশে আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে।'