বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সোহানের ব্যাটিংয়ে নির্ভার থেকেছেন আফিফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:34 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক আফিফ হোসেন। ১২২ রানের মামুলি লক্ষ্য তাড়ায় দলীয় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। এমন মুহূর্তে আফিফকে দারুণ সঙ্গ দিলেন নুরুল হাসান সোহান। বিপর্যয়ের মুহূর্তে তাদের ঠান্ডা মেজাজের ব্যাটিংয়ে ভর করেই জয়ের উন্মাদনায় ভাসে টাইগার শিবির।

ষষ্ঠ উইকেটে ৪৪ বলে আফিফ ও সোহান মিলে গড়েন ৫৬ রানের জুটি। এতেই চাপ কাটিয়ে ৮ বল বাকি থাকতেই টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। পাঁচে নেমে ৩১ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ। অজি বোলারদের হতাশ করে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান এই বাহাতি। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

আফিফকে সঙ্গ দিয়ে দলের জয়ের পথটা তৈরি করেছিলেন সোহানও। ছয়ে নেমে অপরাজিত ছিলেন ২১ বলে ২২ রান করে। বার বার সিঙ্গেল বের করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই ম্যাচ জয়ের পর সোহান বন্দনায় মাতলেন আফিফ। এই বাহাতি অলরাউন্ডার জানালেন, সোহানের কাছ থেকে ভালো সমর্থন পাওয়ায় চাপ ছাড়াই খেলতে পেরেছেন তিনি।

আফিফ বলেন, ‘সোহান ভাই দারুন ব্যাটিং করেছেন। তার সঙ্গে ব্যাটিংয়ের সময় পরিকল্পনা ছিল, উইকেট না দিয়ে কিভাবে রান করা যায় সেই চেষ্টা করছিলাম। তার সাইড থেকে ভাল সমর্থন পাওয়ায় আমার ওপর তেমন চাপ পড়েনি।’

মাঠে নামার আগে তাকে শুরুতে ধরে খেলতে বলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ম্যাচ শেষ করে আসাই লক্ষ্য ছিল আফিফের। তিনি বলেন, ‘নামার সময় রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা বার্তা ছিল যে, নেমে যেন দুই তিন ওভার নরমাল খেলি। কিন্তু আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকা, ম্যাচটা শেষ করে আসা। ব্যাটিংয়ে নেমে আমি উইকেট অ্যাসেস করার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘উইকেট কেমন করছে সেটা বুঝে খেলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল রিকোয়ার রেট যাই থাকুক না কেন উইকেটে শেষ পর্যন্ত টিকতে পারলে আমি ম্যাচটা ভাল ভাবে শেষ করতে পারব।’

অবশ্য এই ম্যাচ জিতলেও সামনের ম্যাচ থেকে চোখ সরাচ্ছেন আফিফ। তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করতে আশাবাদী ২১ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন সামনের ম্যাচ নিয়েও চিন্তা রাখছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’