বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সাকিব প্রমাণ করেছে দলের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:44 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। দুই ইউনিটেই সমান তালে পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাকিবের প্রশংসায় মেতে উঠলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দলীয় ৩১ রানের মধ্যে দুই ওপেনার অ্যালেক্স ক্যারি ও জস ফিলিপেকে ফিরিয়ে দিয়ে অজিদের কিছুটা চাপে ফেলেছিলেন মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান। তৃতীয় উইকেটে মইসেস হেনরিকস ও মিচেল মার্শের ৫২ বলে ৫৮ রানের জুটি কিছুটা চাপে ফেলেছিল টাইগারদের। ১৪তম ওভারে বোলিংয়ে এসে থিতু হতে যাওয়া এই জুটি ভাঙেন সাকিব।

ওভারের চতুর্থ বলে ২৫ বলে ৩০ রান করা হেনরিকসকে বোল্ড করে দলে স্বস্তি ফেরান তিনি। ওই ওভারে সাকিব খরচ করেন মাত্র তিন রান। তার আগের তিন ওভারে ১৯ রান। এ ছাড়াও লিটন দাস, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে ব্যাট হাতেও আস্থার প্রতিদান দেওয়ায় সাকিবে বেজায় খুশি মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ইনিংসে নিজে শূন্য রানে সাজঘরে ফিরলেও ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দেখিয়েছে দলে তার কতটা প্রয়োজন।’

এদিকে ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের ম্যাচ জয়ী জুটি গড়ায় নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনকেও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। ৬৭ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন মূলত এই দুজনই।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আফিফ ও সোহানকে এভাবে ব্যাট করতে দেখা অনেক স্বস্তির। দুইজনে আমাদের জয় পর্যন্ত নিয়ে গেছে। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত কিছু উইকেট হারানোর পর ড্রেসিংরুমে দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাট করেছে, তাতে দুশ্চিন্তা কমে গেছে।’

বোলাররা কার্পণ্য বোলিং করায় অজিদের খুব অল্প রানে আটকে রাখা গেছে বলে মনে করেন তিনি। তার কথায়, ‘বোলাররা অনেক ভালো করেছে, যার কারণে তাদের ১২১ রানে আটকাতে পেরেছি। এমন কন্ডিশনে মুস্তাফিজ অনেক কার্যকরী এক বোলার। শরিফুলও ভালো করেছে, অন্য বোলাররাও অনেক হিসেবী ছিল। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’