ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় মনোবল বাড়বে: হাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৩টিই বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। তবে বৃষ্টি বাঁধা হয়ে দাড়াতে পারেনি শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। যে ম্যাচে পাকিস্তান ৭ রানের জয় পেয়েছে। বাকি ৩ ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সিরিজও জিতে নিয়েছে বাবর আজমের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয় পাকিস্তানের মনোবল আরো মজবুত করবে বলে মনে করেন মোহাম্মদ হাফিজ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও তারা ভালো খেলেছেন বলে মনে করেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার।

হাফিজ বলেন, 'বৃষ্টির কারণে টি -টোয়েন্টি সিরিজের সব ম্যাচ খেলা হয়নি। আমরা যে ম্যাচগুলো খেলেছি সেগুলোতে সত্যিই ভালো খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে টি -টোয়েন্টি সিরিজেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতায় মনোবল বাড়বে। আমাদের এই বিজয় উপভোগ করা উচিত।'

এই সিরিজে অনেকদিন পর আবারো বোলিং করতে দেখা গেছে হাফিজকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছিলেন ম্যাচ জয়ী এক স্পেল। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
পরিত্যাক্ত হওয়া প্রথম টি-টোয়েন্টিতে ১ ওভারে ১২ রান দিয়েও তার শিকার ১টি।

এ প্রসঙ্গে হাফিজ বলেন, 'আমি কখনো পূর্ণকালীন বোলার ছিলাম না কিন্তু সবসময় আত্মবিশ্বাসের সাথে বোলিং করেছি। আমি অনেক দিন ধরে বোলিং করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি সুযোগ পাওয়ার সাথে সাথেই তা গ্রহণ করেছি।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে পাকিস্তান। কিংস্টনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ আগস্ট। এরপর দুই দলের দ্বিতীয় টেস্ট শুরুর দিনক্ষণ ২০ আগস্ট।