Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের আগে ওমানে বাংলাদেশ দলের ক্যাম্প


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাসেরও কম সময় বাকি। আগামী ১৭ অক্টোবর আরব আমিরাতের মাঠে গড়াচ্ছে সীমিত ওভারের এই বিশ্বকাপের আসর। আসন্ন এই বৈশ্বিক আসর নিয়ে নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর ৬-৭ দিন আগে ওমান যাবে বাংলাদেশ। সেখানেই এক সপ্তাহের মতো একটি কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এরপরই বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্যও ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। 

আকরাম বলেন, 'আমরা তো আগেই জানিয়ে দিয়েছি যে স্বাভাবিকভাবে আমরা ৬-৭ দিন আগে যাবো (ওমানে)। সেখানে গিয়ে আমরা অনুশীলন করবো। অবশ্যই ম্যাচ খেলার তো একটা পরিকল্পনা রয়েছে। এই সিরিজটা শেষে হলেই কোচদের সঙ্গে আলোচনা করব। যেহেতু তখন তারা জৈব সুরক্ষা বলয়ে থাকবে না। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। ওদের জানিয়ে দিয়েছি যে আমরা আগে যাচ্ছি।'

কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হবে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আকরাম। তিনি জানিয়েছেন এটাও আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করা হবে। তিনি বলেন, 'এটা আলাপ করে দেখবো, এখনই তো বলা যাচ্ছে না। দেখি ওরা কি ধরনের দল দিতে পারে আমরা কি ধরনের দলের সঙ্গে খেলবো। সেটা কিন্তু আলাপ আলোচনার মধ্যেই হবে। আলোচনাটা ওমানের সঙ্গে হবে।'

বিশ্বকাপের এক সপ্তাহ আগে ওমানে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে সেখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া সম্ভব হবে বলেও মনে করেন আকরাম। তিনি জানিয়েছেন যেভাবেই হোক প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি।

আকরামের ভাষ্য, 'বিশ্বকাপের আগে যেখানে গিয়ে খেলবো সেখানে যদি ক্যাম্প করি আর কিছু ম্যাচ খেলি তাহলে উইকেট এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ভালো হবে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রস্তুতিটা খুব ভালো হবে।'

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

তিয়াগীকে বদলে দিয়েছেন বুমরাহ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইয়াসিরের ঝড়ো হাফ সেঞ্চুরির দিনে সাদমান-শান্তর আক্ষেপ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

আর্কাইভ

বিজ্ঞাপন