বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

অ্যান্ডারসনকে অবসর নিতে বাধা দিয়েছিলেন স্ত্রী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ অ্যাশেজে মাত্র চার ওভার বল করেই ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। আর এর ফলে হতাশায় পড়ে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তার স্ত্রী ড্যানিলা লয়েডের পরামর্শে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানিয়েছেন এই ডানহাতি পেসার।

কিছু দিন আগেই নিজের ৩৯তম জন্মদিনের কেক কেটেছেন অ্যান্ডারসন। বেশ কয়েকবার ইনজুরিতে পড়লেও, বয়সকে টেক্কা দিয়ে এখনও খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। এই ইংলিশ পেসারের সাফল্যের পেছনে বড় অবদান আছে তার স্ত্রীর। অ্যশেজে ইনজুরিতে পরে যখন হতাশায় ভুগছিলেন অ্যান্ডারসন, তখন মানসিক ভাবে সাহস যুগিয়ে গেছেন ড্যানিলা।

ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও বাইশ গজে গতির ঝড় তুলছেন অ্যান্ডারসন। এই ক্যারিয়ারের পেছনে স্ত্রীর অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনও ক্রিকেট খেলে যাচ্ছি, এর পেছনে বড় কারণ আমার স্ত্রী। সে সবসময় পাশে থাকে।’

‘অ্যাশেজের প্রথম টেস্টে আমি পেশির ইনজুরিতে পরি। এটা দ্বিতীয় কিংবা তৃতীয়বার আমার পেশির চোট ছিল এবং তখন আমি সত্যিই পুনবাসনের কথা ভাবছিলাম। তখন সে (ড্যানিলা) আমাকে বেড়াতে নিয়ে গেল এবং এসব শান্ত থাওক্তে বলল। সে আমাকে চালিয়ে যেতে পরামর্শ দিল।’- অ্যান্ডারসন যোগ করেন।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার খেলতে নামছে ইংল্যান্ড। এই সিরিজেও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন অ্যান্ডারসন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, আমি আগের মতই বোলিং করছি। শারীরিক ভাবেও দারুণ অনুভব করছি। আমি ভারতের বিপক্ষে সিরিজের অপেক্ষায় আছে।’

টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক তিনি। প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি শিকার করেছেন ৯০৪ উইকেট। ইংলিশদের জার্সিতে ১৬২ টেস্টে নিয়েছেন ৬১৭ উইকেট। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তার শিকার ২৬৯ উইকেট। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ খেলে পেয়েছেন ১৮ উইকেট।