আইসিসি র‌্যাঙ্কিং

র‌্যাঙ্কিংয়ে সাকিব-নাইমের উন্নতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:15 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর। 

অজিদের বিপক্ষে বল হাতে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। তাতে টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন সাকিব। উন্নতি হয়েছে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও। 

৩৬ রান করার সুবাদে ৬ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে ওঠে এসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব। ২৯ বলে ৩০ রান করার সুবাদে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন মোহাম্মদ নাইম। 

ম্যাচ হারলেও ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ। তাতে ১৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছিলেন এই অজি অলরাউন্ডার। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। বর্তমানে তাঁর অবস্থান ৪৮ নম্বরে।  সিরিজে ৫ উইকেট নেয়ার সুবাদে ১৭ ধাপ এগিয়ে ৫৩ নম্বর জায়গা দখল করেছেন জেসন হোল্ডার। এদিকে ৬ ধাপ আগানো হাসান আলির অবস্থান ৬০ এ।