বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ডট বলের চেষ্টায় সফল নাসুম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:29 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দলীয় নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বল হাতে এই ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনার মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।

বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই হজম করেছিলেন ছক্কা। এর পরের বলে আরও দুই রান। চতুর্থ বলে জস ফিলিপেকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। এরপর একে একে ফিরিয়েছেন মিচেল মার্শ, ম্যাথু ওয়েড ও অ্যাস্টন আগারকে।

এমন পারফরম্যান্সের ফলে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন নাসুম। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ১৩১ রানের পুঁজি নিয়ে মাঠে নামার আগেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাকে বলেছিলেন যত সম্ভব ডট বল করতে। তিনি সেই পরিকল্পনা নিয়ে বোলিং করেই সফল হয়েছেন।

নাসুম বলেন, 'যখন আমরা ১৩১ করেছি তখন নামার আগে রিয়াদ ভাই (অধিনায়ক মাহমুদউল্লাহ) বলছিলেন যে, আমরা এই রানেই লড়াই করব। ডট বল করব। যতটুক পারি, চেষ্টা করব জেতার জন্য। ওই ডট বলের চিন্তাই করছিলাম। প্রথম যে দুটি বল করেছি, ব্যাক অব লেংথে। তখন সাকিব ভাই বলেছেন যে, এখানে আস্তে বল ভালো, সামনে বল করতে হবে।'

দ্বিতীয় বলে ছক্কা খাওয়ার পরই অভিজ্ঞ সাকিব আল হাসানের পরামর্শেই ঘুরে দাঁড়িয়েছিলেন নাসুম। ম্যাচ শেষে তাই সাকিব আর অধিনায়কে ধন্যবাদ দিতে কার্পন্য করেননি নাসুম। ম্যাচের আগেরদিন নেটে বোলিংইয়ের সময়ই কোচ বলে দিয়েছিলেন নাসুম প্রথম ম্যাচে খেলছেন। সেই নাসুমই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক।

এ প্রসঙ্গে নাসুম বলেন, 'আমাদের লক্ষ্য ছিল রান চেক দিয়ে বল করা, ডট বল করা। ওটাই চেষ্টা করেছি, উইকেট পেয়ে গেছি। রিয়াদ ভাই ও সাকিব ভাই, দুজন মিলে আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন, যখনই বোলিং করতে গিয়েছি, আমার সঙ্গে কথা বলেছেন। আমি সেভাবেই করার চেষ্টা করেছি।”

'কালকে যখন নেটে বল করছিলাম, তখন কোচ আমাকে বললেন যে, ‘কাল তুমি খেলবে, তোমার ওপর অনেক দায়িত্ব।’ তখন থেকে আমি ভাবছিলাম খেললে কী করব। অনেক রোমাঞ্চিত ছিলাম…শেষ একটা ম্যাচে একটু বাজে বল করেছি। তাই একটু চিন্তিত ছিলাম।'