ভারত-ইংল্যান্ড সিরিজ

৪-০ ব্যবধানে জিতবে ভারত, গাভাস্কারের ভবিষ্যদ্বাণী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:58 মঙ্গলবার, 03 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রাত পোহালেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ব্যাটিং ও বোলিং ইউনিটে দুর্দান্ত দল হওয়ায় ভারতের দারুণ সম্ভাবনা দেখছেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, এই সিরিটি অন্তত ৪-০ ব্যবধানে জিতে নেবে ভারত।

অবশ্য এর পেছনে চমকপ্রদ যুক্তি দেখিয়েছেন গাভাস্কার। চোট ও অনির্দিষ্টকালের বিরতিতে থাকায় ইংল্যান্ড দলে নেই তাদের গুরুত্বপূর্ণ দুই সদস্য জফরা আর্চার ও বেন স্টোকস। ভারত দলে চোট সমস্যা থাকলেও সূর্যকুমার যাদব ও পৃথ্বি শকে সংযুক্ত করে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে তারা। তাই ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতে ফেরার প্রবল সম্ভাবনা দেখছেন ৭১ বছর বয়সী গাভাস্কার।

বিগত তিন বছরে বিদেশের মাটিতে টেস্ট সিরিজগুলোতে সফলতার দেখা পেয়েছে ভারত। এই সময়টায় দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো হাই প্রোফাইল দলের ঘরের মাঠ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে তারা। তাই ইংল্যান্ডের মাটিতেও বড় ব্যবধানে সিরিজ জিততে প্রত্যাশী গাভাস্কার। তবে সেক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকতে হবে বলেও জানালেন তিনি।

দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাতকারে গাভাস্কার বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী এইবার আমি আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করছি। গত ১০ দিন আগে যদি ফিরে যাই, ইংল্যান্ডের আবহাওয়া বেশ উষ্ঞ ছিল। সে সময় অনেক গরম ছিল। তবে এখন কিছুটা বৃষ্টি হচ্ছে। তবে আরো ২২-২৫ দিন যদি সেখানে গরম অব্যাহত থাকে, তাহলে আমার মনে হয় ভারত অন্তত ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে।’

যদিও পরিসংখ্যান ঘাটলে হতাশ হতে পারেন গাভাস্কার। শেষ ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেবার ইংলিশদের ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল রাহুল দ্রাবিড়ের দল। এরপর ১৪ বছর কেটে গেলেও দেশটিতে আর সাদা পোশাকে সিরিজ জেতা হয়নি ভারতীয়দের।

বুধবার (৪ আগস্ট) নটিংহ্যামে প্রথম টেস্টে ইংলিশদের আতিথেয়তা নেবে ভারত। আগামী ১২ আগস্ট লর্ডসে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর যথাক্রমে ২৫ আগস্ট, ২ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে দল দুটি।